এখন পড়ছেন
হোম > জাতীয় > বাজেট অধিবেশন নিয়ে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

বাজেট অধিবেশন নিয়ে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। অধিবেশনের পূর্বে বক্তব্য রাখতে চলছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর্থিক সমীক্ষা পেশ করবেন। এই পরিস্থিতিতে সংসদে প্রধানমন্ত্রী জানালেন যে, এই বাজেট অধিবেশন দেশবাসীর প্রত্যাশা পূরণ করবে।

প্রধানমন্ত্রী জানালেন যে, আজকের দিন থেকে চলতি দশকের প্রথম অধিবেশন শুরু হতে চলেছে। দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য চলতি দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণের বিরাট সুযোগ এসেছে আজ দেশের সামনে। প্রধানমন্ত্রী জানালেন যে, এই দশকের পূর্ণ সদ্ব্যবহার করা প্রয়োজন। এই অধিবেশনে সামনের দশকের দিকে তাকিয়ে আরো বেশি করে আলোচনা করতে হবে সকলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী জানালেন যে, তাঁর বিশ্বাস মানুষের প্রত্যাশা পূরণে পিছিয়ে থাকবেন না তাঁরা। অন্যদিকে, গত বছর করোনা সংক্রমনের কারণে দেশজুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছিল। এই আর্থিক মন্দার হাত থেকে দেশকে রেহাই দিতে গত বছর একাধিক আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন যে, দেশের ইতিহাসে এই প্রথমবার গতবছর অর্থমন্ত্রীকে আর্থিক প্যাকেজের রূপে চার থেকে পাঁচটি মিনি বাজেট পেশ করতে হয়েছিল।

এভাবে, চলতি বাজেট বিষয়ে একাধিক ইতিবাচক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাজেটের সূচনা কতটা শান্তিপূর্ণ হবে? সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। কারণ কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে ও আন্দোলনকারী কৃষকদের সমর্থনে আজ ১৯ টি বিরোধীদল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করতে চলেছে। এই বিরোধী দলগুলির মধ্যমনি হলো রাজ্যের শাসক দল তৃণমূল। ফলে সংসদে বচসা, বিতর্ক বাধার যথেষ্ট সম্ভাবনা আছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!