এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাজপেয়ী থেকে মতুয়া- মমতাকে কোনঠাসা করতে এবার তীব্র আক্রমণ বাবুলের

বাজপেয়ী থেকে মতুয়া- মমতাকে কোনঠাসা করতে এবার তীব্র আক্রমণ বাবুলের


এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহদের বিরুদ্ধে প্রথম থেকেই বিভাজনের রাজনীতি করার অভিযোগ করে আসছেন তৃণমূল নেতৃত্ব। বুধবার প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ির জন্মদিনে তার সম্প্রীতির ভাবনাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় তার আক্রমণের ঝাঁজ বাড়ালেন। কিন্তু উল্টো দিকে এবার প্রতি আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যে অটল বিহারি বাজপেয়িকে অবলম্বন করে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে আক্রমণ করেছিলেন, সেই অটল বিহারি বাজপেয়িকে দৃষ্টান্ত রেখেই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন।

এদিন এন আর সি ও সি এ এর বিরোধিতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, অটল বিহারী বাজপেয়ী শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, একজন বিচক্ষণ সত্যনিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। যাকে প্রতিটি রাজনৈতিক দলের মানুষই ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। কিন্তু রাজনীতির অনেক মানুষই আছেন যারা সত্যি কথা না বলে মিথ্যা কথা বলে থাকেন সবসময়। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটলবিহারী বাজপেয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি। এই কথাকে স্মরণ করিয়ে পরক্ষণেই বাবুল সুপ্রিয় বলেন, অটল বিহারি বাজপেয়ির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেসময় বিশ্বাসঘাতকতা করে জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন।

এদিন গুজরাটি ভবনে বাবুল সুপ্রিয় এনআরসির বিরোধিতা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাম আমলে নিজেই অভিযোগ করেছিলেন, এরাজ্যে 85 লাখ ভুয়া ভোটার আছে, কিন্তু মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে 180 ডিগ্রি ঘুরে গিয়ে এই ভোটরের অভিযোগ অস্বীকার করেছেন এদিন মতুয়া প্রসঙ্গটি উত্থাপন করে বাবুল সুপ্রিয় বলেন মতুয়াদের যখন নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা শুরু করেছেন। মতুয়ারা জানেন তাঁরা কিভাবে ঠকছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাবুল এরপর এনআরসি বিরোধিতা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, এনআরসি বিরোধিতায় বাস-ট্রেন জ্বালিয়ে দিয়েছে যাঁরা তাঁরাই অনুপ্রবেশকারী, মুখ্যমন্ত্রীর পোষা জামাতি গুন্ডাবাহিনী এটা প্রমাণ হয়ে গিয়েছে। বাবুল পরিষ্কার করে বলেন, এতে অত্যাচারিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং তারপরে এনআরসি করে জাতীয় ভারতীয়দের এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এ প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হুঁশিয়ারি দেন বলে জানা গেছে।

সিএএ বা এনআরসি কিংবা এনপিআরের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত দেশের রাজনীতি। দেশের নানা প্রান্তে ছড়িয়েছে প্রতিবাদ আন্দোলনের উত্তাপ। এই ইস্যুতে এদেশের বিরোধী দলগুলিকে একজোট করার কাজ চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জী এবং জাতীয় জনসংখ্যা রেজিস্টার এই তিনটি বিষয় নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট ধারণা সামনে নিয়ে আসা উচিত। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে দেশের রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!