এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাকসংযমের বালাই নেই! কটূ শব্দের প্রয়োগে দিলীপ ঘোষকে আক্রমন এবার তৃণমূলের অধ্যাপক সাংসদের

বাকসংযমের বালাই নেই! কটূ শব্দের প্রয়োগে দিলীপ ঘোষকে আক্রমন এবার তৃণমূলের অধ্যাপক সাংসদের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাকসংযম বিষয়টি যেন একেবারেই মুছে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে। প্রতিপক্ষের বিরুদ্ধে কুরুচিকর শব্দের প্রয়োগ কটু শব্দের প্রয়োগ সম্প্রতি যেন মাত্রা ছাড়িয়েছে। অনেক সময় তা শ্লীল-অশ্লীলের সীমারেখাও পার করে যাচ্ছে। আজ সকালেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শাসকদল তৃণমূলকে ‘বুড়ো ভামের দল’ বলে মন্তব্য করেছিলেন। এর পাল্টা জবাব হিসেবে তৃণমূল সাংসদ সৌগত রায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মাথামোটা বলে কটাক্ষ করলেন।

আগামী বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে চলেছে, ততোই বাড়ছে তৃণমূল ও বিজেপি নেতাদের বাকযুদ্ধ। দুই প্রতিদ্বন্দ্বী দলের নেতারা একে অপরকে একাধিকবার কুরুচিকর ভাষায় কটাক্ষ করেছেন। গত শুক্রবার শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগের পর থেকে দুই দলের নেতাদের বাকযুদ্ধ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তীব্রভাবে চলছে একে অপরকে আক্রমণ।

আজ মঙ্গলবার সকালে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, শাসক দল তৃণমূল অথর্বদের দলে পরিণত হয়েছে। যারা নেতা ছিলেন, তারা হয় পালিয়েছেন, নয়তো নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তারাই এই দলে রয়েছেন। এরপর সরাসরি তিনি তৃণমূল সাংসদ সৌগত রায়কে নিয়ে মন্তব্য করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর তাঁর করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। রাজ্য বিজেপি দল ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে তীব্র ভাষায় তাঁকে বলতে শোনা গেল, “ দিলীপ ঘোষ গবেট আর মাথামোটা। উনি অর্ধশিক্ষিত, আইটিআই পাস। ওদের বুড়ো, বাচ্চা কেউ নেই। সব গবেট।”

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তার জবাবে সৌগত রায় জানালেন যে, শুভেন্দু অধিকারী দলেই আছেন। তাঁর সঙ্গে মধ্যস্থতার চেষ্টা চলছে। সেই চেষ্টা এখনো ব্যর্থ হয়নি। এখনো আলোচনা চলছে। যদি এ কাজে তিনি ব্যর্থ হন, তবে দলনেত্রীকে জানিয়ে সে চেষ্টা ছেড়ে দেবেন তিনি। তিনি আরো জানান যে, যারা দলে আছেন, তাঁরা যাতে দলে থাকেন, তার চেষ্টা করছেন সকলে। তাঁর আশা এ চেষ্টাতেও তিনি সফল হবেন।

অন্যদিকে, তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে শুভেন্দু অধিকারী বিষয়ে সাংবাদিকদের জিজ্ঞাসা করলে, এ বিষয়ে বিশেষ কোনো বক্তব্য রাখেননি তিনি। এটুকুই তিনি জানিয়েছেন যে, শুভেন্দু অধিকারী এখনও খাতায়-কলমে শাসক দলের সদস্য আছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে থাকবে, ততই কটু শব্দের প্রয়োগ বাড়তে থাকবে রাজনৈতিক মহলে। একের পর এক কটু শব্দে ভরে যাবে বাংলার রাজনীতির অঙ্গন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!