এখন পড়ছেন
হোম > জাতীয় > বক্তৃতার মাঝেই জ্ঞান হারালেন মুখ্যমন্ত্রী, চাঞ্চল্য রাজ্যে!

বক্তৃতার মাঝেই জ্ঞান হারালেন মুখ্যমন্ত্রী, চাঞ্চল্য রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এবার প্রকাশ্য মঞ্চে বক্তৃতা করতে করতেই হঠাৎ করে মঞ্চের উপর অচৈতন্য অবস্থায় পড়ে গেলেন গুজরাটের বিজেপির মুখ্যমন্ত্রী বিজয় রুপানী। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। কেন হঠাৎ করে জ্ঞানহীন হয়ে পড়লেন এই মুখ্যমন্ত্রী, তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে নানা মহলে।

জানা গেছে, ইতিমধ্যেই তাকে বিমানে করে আমেদাবাদে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মূলত রক্তচাপ এবং সুগারের মাত্রা হঠাৎ করে কমে যাওয়ার কারণেই জ্ঞান হারিয়েছিলেন বিজয় রুপানী বলে খবর। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার গুজরাটের বডোদরার নিজামপুর এলাকায় একটি জনসভায় উপস্থিত হন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানী।

যেখানে মঞ্চে উঠে বক্তব্য রাখতে শুরু করেন তিনি। আর তারপরেই হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় তাকে। এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা ভরত ডাঙ্গের বলেন, “মুখ্যমন্ত্রী কথা বলতে বলতেই অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছিলেন। সেই সময় তার দেহরক্ষী মুখ্যমন্ত্রীকে ধরে ফেলেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিমানে আমেদাবাদ নিয়ে যাওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে ওনার শরীর ভালো যাচ্ছে না। কিন্তু তার মধ্যেও তিনি এই জনসভা করেছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে রাখতে এভাবে হেভিওয়েট মুখ্যমন্ত্রীর জ্ঞান হারানো রীতিমতো নানা মহলে সংশয় হিসেবে দেখা দিয়েছে। ইতিমধ্যেই তার অনুগামীরা দ্রুত যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন তাঁর জন্য প্রার্থনা করতে শুরু করেছেন। অনেকেই বলছেন, একদিকে রাজ্যের চাপ এবং অন্যদিকে দলের প্রধান দায়িত্ব রয়েছে এই বিজয় রুপানীর ওপর।

আর সেই দায়িত্ব পালন করতে মাঝেমধ্যেই যথেষ্ট চাপ নিতে হচ্ছে তাকে। আর এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শারীরিক নানা অসুস্থতার কারণেই তার এইভাবে সংজ্ঞাহীন হয়ে পড়া বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর কবে সুস্থ হয়ে ওঠেন বিজয় রুপানী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!