এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > একে খরা পরিস্থিতি, তার উপরে কালোবাজারি- নাভিশ্বাস রাঢ়বঙ্গে, বাড়ছে জল্পনা

একে খরা পরিস্থিতি, তার উপরে কালোবাজারি- নাভিশ্বাস রাঢ়বঙ্গে, বাড়ছে জল্পনা

একেই হয়তো বলে, “গোদের উপর বিষফোঁড়া।” বর্তমানে খুবই করুণ অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাঁকুড়ার চাষীদের। একদিকে ভয়াবহ খড়া আর অপরদিকে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর দৌলতে রাসায়নিক সারের দাম প্রবল পরিমাণে বৃদ্ধি পাওয়া- আর এই দুইয়ের জেরে কার্যত নাভিশ্বাস উঠছে এখানকার চাষীদের।

প্রসঙ্গত উল্লেখ্য, এবার বাঁকুড়া জেলায় খরা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে, এখানকার এক লক্ষ হেক্টরেরও বেশি জমিতে জল সংকট দেখা দিয়েছে। আর যার মধ্যে 45 হাজার হেক্টর জমির ধান পুরোপুরি নষ্টের মুখে।

জানা গেছে, প্রবল খরার মুখে পড়তে হয়েছে খাতরা মহকুমার কিছু অংশ, বাঁকুড়া সদর, বিষ্ণুপুর, সোনামুখি এবং জয়পুর এলাকাকে। অভিযোগ, কৃষকদের পক্ষ থেকে সরকারের কাছে এই জেলাকে খরা ঘোষণার দাবি জানালেও এখনো সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে জেলা কৃষি দফতরের আধিকারিকরা এ ঘটনার গুরুত্ব বুঝে বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি ব্লক কৃষি আধিকারিকদের কাছ থেকে এ ব্যাপারে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

এদিন এ প্রসঙ্গে বাঁকুড়ার উপ কৃষি অধিকর্তা বিদ্যুৎ কুমার দাস বলেন, “গত কয়েক দিনে আমরা বিভিন্ন ব্লক পরিদর্শন করেছি। এক লক্ষ ধানের জমিতে জল সেঁচের সুযোগ নেই, 45 হাজার হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ফলে ফলনের সম্ভাবনা অত্যন্ত কম।”

এদিকে খরায় যখন দৈন্যদশার জেলার কৃষকরা, ঠিক তখনই কৃষি উন্নয়ন সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে সারের সর্বোচ্চ বিক্রয় মূল্যের বেশি টাকা চাষীদের কাছ থেকে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, এনপিকে 10:26:26 সারের দাম বস্তায় 1160 টাকা লেখা থাকলেও চাষীদের কাছ থেকে তা নেওয়া হচ্ছে 1300 টাকায়। আর কৃষকদের এই অভিযোগ পুরোপুরি স্বীকার করে নিয়েছেন বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা সুশান্ত মহাপাত্র। তাই গতকাল দুপুরে এই সমস্ত বিষয় নিয়ে 30 জন পাইকারি সার ব্যবসায়ী ও 7 টি সার কোম্পানির প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন তিনি।

এছাড়াও এদিনের এই বৈঠকে উপস্থিত হন, রাজ্যের সার বিষয়ক উপকৃষি অধিকর্তা সহ মোট তিনজন আধিকারিক। সারের কালোবাজারি যে কোনভাবেই বরদাস্ত করা হবে না এদিনের বৈঠকে তা স্পষ্টভাবে জানিয়ে দেয়া দেওয়া হয়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে সমবায়ের বিরুদ্ধে এত অভিযোগ উঠলেও তার কাছে তেমন কোনো অভিযোগই আসেনি বলে জানান বাঁকুড়ার এআরসিএস শুভম মুখোপাধ্যায়। অন্যদিকে কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে এখন থেকে এই বিষয়গুলিতে কড়া নজরদারি রাখা হবে বলে আশ্বাস দেন বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা সুশান্ত মহাপাত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!