এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বালি, মাটি পাচার ও তোলাবাজির অভিযোগে শোকজ অভিষেককে! তৃণমূলের অন্দরে পড়ে গেল শোরগোল!

বালি, মাটি পাচার ও তোলাবাজির অভিযোগে শোকজ অভিষেককে! তৃণমূলের অন্দরে পড়ে গেল শোরগোল!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল যেমন সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছে, ঠিক তেমনই দুর্নীতির সঙ্গে যাতে দলের কেউ জড়িত না থাকেন, তার জন্য নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা। ইতিমধ্যেই ভয়াবহ দুর্যোগের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যে সমস্ত নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছে। অর্পিতা ঘোষকে সরিয়ে সভাপতির দায়িত্ব পেয়েছেন গঙ্গারামপুরের তৃণমূল বিধায়ক গৌতম দাস।

অন্যদিকে জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তীকে। আর দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্ব পরিবর্তন হওয়ার পরেই বেশ কিছু নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করে তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন জেলা সভানেত্রী অর্পিতা ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস মজুমদার থেকে শুরু করে শুভাশিস পাল, এমনকি সুনির্মল জ্যোতি বিশ্বাসকে পদে থেকে মানুষের সঙ্গে দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগ তুলে শোকজ করা হয়। যাকে কেন্দ্র করে রীতিমত টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয় জেলা তৃণমূলের অন্দরমহলে। আর এই অবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের এক যুব নেতার বিরুদ্ধে এবার শোকজের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, কুমারগঞ্জের যুব তৃণমূল সভাপতি অভিষেক গুহকে বালি, মাটি পাচারের অভিযোগের পাশাপাশি ঠিকাদারি কাজে তোলাবাজির অভিযোগ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। আর চার হেভিওয়েট তৃণমূল নেতাকে পরপর এভাবে শোকজ করায় ভবিষ্যতে এরকম আরও অনেক নেতাকে করা শাস্তি দেওয়া হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে গোটা জেলাজুড়ে।

ইতিমধ্যেই অভিষেক গুহর কাছে শোকজের চিঠি পৌঁছে গিয়েছে।এদিন তিনি বলেন, “শোকজের চিঠি পেয়েছি। উত্তর অবশ্যই দেব। তবে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, সেগুলো একেবারেই ভিত্তিহীন।” কিন্তু অভিষেকবাবুর কাছে এই চিঠি পৌঁছে গেলেও বেশ কিছুদিন আগে শোকজ হওয়া দেবাশিস মজুমদার, শুভাশিস পাল এবং সুনির্মল জ্যোতি বিশ্বাসের কাছে এখনও চিঠি পৌঁছায়নি বলে দাবি জানিয়েছেন তারা। এদিন এই প্রসঙ্গে দেবাশিস মজুমদার বলেন, “কেন আমাকে এমন বদনাম দেওয়া হল, জানি না। আমি স্বাস্থ্য দপ্তরে নিয়োগ কমিটির দায়িত্বে ছিলাম। শুক্রবার পদত্যাগ করেছি।” পাশাপাশি পুলিশের দেওয়া নিরাপত্তারক্ষী ছেড়ে দিয়েছি। আমি চাই না বদনাম নিয়ে এই সব পদে থাকতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সময় মত দলের শোকজের চিঠি পেলে অবশ্যই উত্তর দেব।” অন্যদিকে এই ব্যাপারে সুনির্মল জ্যোতি বিশ্বাস বলেন, “আমাকে শোকজ করা হয়েছে, এমনটা সংবাদমাধ্যমে শুনেছি‌। এখনও কোনো চিঠি পাইনি। আগে চিঠি চিঠি পাই। পেলে অবশ্যই উত্তর দেব। তবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।” অন্যদিকে এই ব্যাপারে হরিরামপুরের শুভাশিস পাল বলেন, “চিঠি এখনও পাইনি। উত্তর দেব কিভাবে!” কিন্তু কেন এখনও তাদের কাছে চিঠি পৌঁছল না?

অনেকদিন আগে তাদের শোকজের উত্তর দেওয়ার কথা সংবাদমাধ্যমের সামনে বললেও, যেভাবে তাদের কাছে চিঠি পৌঁছয়নি বলে অভিযোগ জানালেন এই তিন তৃণমূল নেতা, তাতে জেলা তৃণমূল নেতৃত্বের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস বলেন, “দলের চার জন নেতাকে শোকজ করা হয়েছে।

তাদের কাছে কুরিয়ারে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। ওইসব নেতার কাছে কেন চিঠি পৌঁছয়নি, সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কুরিয়ার সংস্থার সঙ্গেও কথা বলা হয়েছে।” এখন দক্ষিণ দিনাজপুর জেলার চার তৃনমূল নেতার বিরুদ্ধে শোকজের সিদ্ধান্ত নেওয়ায় সেই সমস্ত নেতারা তাদের জবাবে কি বলেন এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!