এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > বালিগঞ্জে দ্বিতীয় সিপিএম, বিজেপি প্রার্থীর পরাজয় নিয়ে বিস্ফোরক দিলীপ!

বালিগঞ্জে দ্বিতীয় সিপিএম, বিজেপি প্রার্থীর পরাজয় নিয়ে বিস্ফোরক দিলীপ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনে একজন প্রতিনিধিও রাজ্য বিধানসভায় পাঠাতে পারেনি বামেরা। কার্যত রাজ্যজুড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। কিন্তু বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপিকে পেছনে ফেলে বামেদের দ্বিতীয় হওয়ার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি তৃণমূলের সঙ্গে লড়াই করতে বিজেপি নয়, সামনের সারিতে উঠে আসছে বামেরা! ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে‌। আর তার মাঝেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই ফলাফল নিয়ে এবং বামেদের উত্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে যান দিলীপ ঘোষ। আর সেখানেই তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “বালিগঞ্জের ভোটাররা যারা সিপিএমকে ছেড়ে এর আগে তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তারা আবার বামেদের ভোট দিয়েছেন। বিধানসভা ভোটের পরে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে, তাতে আমাদের ভোটাররা কেউ ভোট দিতে পারেননি।”

বিশেষজ্ঞদের মতে, এর আগের নির্বাচনে বামেদের ভোট বিজেপিতে যাওয়ার কারণে বিজেপি সামনের সারিতে উঠে এসেছিল। পেছনের সারিতে চলে গিয়েছিল বামেরা। কিন্তু এবার বামেরা নিজেদের ভোট পুনরুদ্ধার করতে পেরেছে। আর সেই কারণেই বালিগঞ্জে এই ফলাফল হয়েছে। যদিও বা তাকে অন্য কায়দায় ঘুরিয়ে দিয়ে অন্য এক যুক্তি দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!