এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বালুরঘাট জুড়ে ব্যান্ড বাজিয়ে তুমুল নাচ বিজেপি কর্মী-সমর্থকদের, কারন জানলে চমকে যাবেন

বালুরঘাট জুড়ে ব্যান্ড বাজিয়ে তুমুল নাচ বিজেপি কর্মী-সমর্থকদের, কারন জানলে চমকে যাবেন


প্রথমে দেখে মনে হচ্ছিল যে, এ যেন কোনো রাজনৈতিক দলের বিজয় উৎসব। কিন্তু পরক্ষনেই সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেখা গেল যে, বালুরঘাট পুরসভার মূল ফটকের সামনে গেরুয়া আবির এবং ব্যান্ড পার্টি নিয়ে নৃত্য প্রদর্শন করছে বিজেপি। কিন্তু যে পুরসভায় বিজেপির একটি কাউন্সিলার নেই, এমনকি নির্বাচনও হয়নি সেই পুরসভার সামনেই এহেন বিজয় উল্লাস কেন? সূত্রের খবর, গত মঙ্গলবার মেয়াদ শেষের দিন বালুরঘাট পুরসভায় যখন ক্ষমতা হস্তান্তর চলছে, ঠিক তখনই দুর্নীতি ইস্যুতে একটি সুটকেস বানিয়ে রাজ্যের সমস্ত পুরসভার মধ্যে শীর্ষে বালুরঘাট পৌরসভা বলে একটি বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। আর বিজেপির এহেন অভিনব প্রতিবাদের ঘটনায় শোরগোল পড়ে যায় শহর তৃণমূলের অন্দরে।

বিজেপির দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে টাকা আদায়, চাকরি নিয়ে অনিয়ম, নিজেদের লোককে টেন্ডার পাইয়ে দেওয়া, টোটো নিয়ে তোলাবাজি সহ বিভিন্ন ইস্যুতে দুর্নীতিগ্রস্ত বালুরঘাট বালুরঘাটের এই তৃণমূল পরিচালিত পৌরসভা। আর তৃণমূলের এই দুর্নীতিতে সাহায্য করেছেন পুরসভার বামফ্রন্টের বিরোধী দলনেত্রী সুচেতা বিশ্বাস। এমনকি বর্তমান পুর বোর্ডের পৌরাধ্যক্ষ রাজেন শীলের সঙ্গে সুচেতা দেবীর “ভাই- বোনের” সম্পর্ক নিয়েও এদিন কটাক্ষ করেন গেরুয়া শিবিরের নেতারা।

বিক্ষোভ প্রদর্শনের পর এদিন বিজেপির এসসি এসটি মোর্চার বালুরঘাট টাউন সভাপতি সুমন বর্মণ বলেন, “এই পুরসভা একের পর এক দুর্নীতি করে গেছে। আমরা সেগুলি দ্রুত সামনে আনবো।” এমনকি ভবিষ্যতে এরকম আরো অনেক কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে বিজেপির এই বিক্ষোভ নিয়ে ভাবিত নয় বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান বেবী বর্মন। তিনি বলেন,”পাঁচ বছর ধরে এই শহরকে সাজিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেছি আমরা। বিজেপি সবটাই নাটক করছে।”

একাংশের মতে, বিজেপির এই বিক্ষোভ মিছিলে সবথেকে বেশি সমর্থক ছিল ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডেরই। ফলে নিজের গড় ঠিক না করে কেন বেবি বর্মন এহেন কথা বলছেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র। অন্যদিকে এই পুরসভায় তৃণমূলের দুর্নীতিতে বামেদের সহযোগিতা রয়েছে বলে বিজেপি অভিযোগ করলে এ দিন সেই ব্যাপারে মুখ খুলে পুরসভার বিরোধী দলনেত্রী তথা আরএসপি সুচেতা বিশ্বাস বলেন, “বালুরঘাট পুরসভার দুর্নীতির বিরুদ্ধে আমরা কি করেছি তা নিয়ে বিজেপিকে আমরা জবাব দেব না। জল প্রকল্পে এই পুরসভার দুর্নীতি নিয়ে যথা সময়েই আমরা রাস্তায় নামবো।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে ক্ষমতা হস্তান্তরের সময় বিজেপির এহেন বিক্ষোভ প্রসঙ্গে বালুরঘাটের মহকুমা শাসক ঈশা মুখোপাধ্যায় বলেন, “পুরসভার সামনে নাচ করলে কিছুই হবে না। নির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে দেখা হবে।” আর এইখানেই একাংশের ধারণা যে যদি বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের হয় এবং তাতে যদি গেরুয়া শিবিরের অভিযোগেই সিলমোহর পরে তাহলে আসন্ন পুরভোটে বালুরঘাট পুরসভায় নিজেদের বিজয় পতাকা উড়াতে কতটা সক্ষম হবে শাসকদল তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!