নববর্ষের দিনে বালুরঘাটে প্রচারে ঝড় তুলে হাইভোল্টেজ ত্রিমুখী লড়াই নিশ্চিত করে দিলেন অর্পিতা- সুকান্ত-রনেন উত্তরবঙ্গ রাজ্য April 16, 2019 উত্তরবঙ্গের বালুরঘাট লোকসভা কেন্দ্রটিকেই এবার পাখির চোখ করেছে শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলই। আর তাইতো বাংলা নববর্ষের দিনে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে ঝড় তুলতে শুরু করলেন। জানা গেছে, এদিন সকালে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরে মিছিল ও কর্মীসভা করে সেখান থেকে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে গিয়ে কর্মীদের নিয়ে বৈঠক করে পার পতিরাম এবং ঠাকুরপুরা এলাকায় প্রচার করেন। আর বছরের প্রথম দিনেই দলীয় প্রার্থীকে বিভিন্ন জায়গাতে পেয়ে উজ্জীবিত তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে টেক্কা দিতে বিজেপির পক্ষ থেকে পাখির চোখ করা এই বালুরঘাট লোকসভা কেন্দ্র দখলে জোর প্রচার চালাচ্ছে গেরুয়া শিবিরও। এদিন বছরের শুরুর দিনেই বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কুমারগঞ্জের সমজিয়া, মোল্লাদিঘী, জাখিরপুর, বরাহার ও মোহনা এলাকায় কখনও রোড শো আবার কখনও পথসভার মধ্য দিয়ে প্রচার করেন। পাশাপাশি অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া, বাদামাইল, হরিপুর ও আলিপুর এলাকাতেও প্রচার করতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। এদিন গ্রামবাসী ও বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের গলায় মালা পরিয়ে তাঁকে বরণ করে নেন।তবে শুধু বিজেপি ও তৃণমূলই নয়, বছরের শুরুর দিনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী রনেন বর্মনও বিভিন্ন এলাকায় প্রচার চালান। কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে ঠিক কতটা আশাবাদী শাসক-বিরোধী এই রাজনৈতিক দলের প্রার্থীরা? আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন এই প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বলেন, “বাংলা নতুন বছরের প্রথম দিনে আমি কর্মী সমর্থকদের কাছে অনেক শুভেচ্ছা পেয়েছি। তাদের ভালবাসায় আমি আপ্লুত। এদিন জেলায় একাধিক জায়গায় প্রচারে আমি ব্যাপক সাড়া পেয়েছি। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বুনিয়াদপুর আসছেন। সেনিয়েও প্রস্তুতি শুরু হয়েছে।” অন্যদিকে বালুরঘাট লোকসভা কেন্দ্র দখলে আশাবাদী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও। এদিন তিনি বলেন, “বাংলার নতুন বছর। তাই প্রথম দিনে আমি পুজো দিয়ে আগামী 20 এপ্রিল নরেন্দ্র মোদির সভায় ব্যাপক জমায়েত করার জন্য এদিন জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করেছি। এখন আর থেমে থাকার সময় নেই। তাই দ্রুত প্রচারের কাজ শেষ করতে হচ্ছে।” এদিকে এদিন প্রচার পর্ব শেষ করে এই কেন্দ্রে জয়ের ব্যাপারে তিনি 100 শতাংশ আত্মবিশ্বাসী তিনি বলে জানিয়ে দিয়েছেন বাম প্রার্থী রনেন বর্মণ। এদিন তিনি বলেন, “বিভিন্ন এলাকায় গিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রচার করে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ আর তৃণমূল বিজেপিকে চাইছে না। এই কেন্দ্রে এবার আমাদের জয় নিশ্চিত।” তবে ভোটের আগে প্রচারপর্বে অর্পিতা ঘোষ, সুকান্ত মজুমদার এবং রনেন বর্মনেরা জয়ের ব্যাপারে 100 শতাংশ আশাবাদী বললেও জনতা জনার্দনের রায় ঠিক কোন দিকে যায় তার জন্য অপেক্ষা করতেই হবে আগামী 23 মে পর্যন্ত। আপনার মতামত জানান -