এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাম আমলে রাজ্য কাঁপানো একের পর এক প্রভাবশালী সিপিএম নেতার এখন নতুন ঠিকানা তৃণমূল কংগ্রেস!

বাম আমলে রাজ্য কাঁপানো একের পর এক প্রভাবশালী সিপিএম নেতার এখন নতুন ঠিকানা তৃণমূল কংগ্রেস!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় সিপিএমের দাপুটে নেতা ছিলেন তারা। তারা যে সিপিএম ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দিতে পারেন, তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তবে সম্প্রতি রাজ্যের একগুচ্ছ হেভিওয়েট সিপিএম নেতা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। যাদের মধ্যে রয়েছেন তৃণমূলের বিরোধী হিসেবে পরিচিত চিকিৎসক সংগঠন ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের নেতা রেজাউল করিম, ফোরামের সম্পাদক কৌশিক চাকী এবং বর্ধমানের প্রাক্তন সিপিএম নেতা আমিনুল হক।

স্বভাবতই তিন হেভিওয়েট সিপিএম নেতার এই তৃণমূলে যোগদান শাসকদলের শক্তি অনেকটাই বৃদ্ধি করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এর ফলে কি সেই চিকিৎসক সংগঠনে কোনো প্রভাব পড়বে না?ফোরামের একাংশ চিকিৎসকের বক্তব্য, “ডব্লিউবিডিএফের জন্ম লগ্নে সরকার বিরোধীতার ডিএনএ রয়েছে। যার সঙ্গে দুই চিকিৎসকের তৃণমূলে যোগদান সত্যিই বেমানান।” এদিকে এই ব্যাপারে ফোরামের এক শীর্ষ পদাধিকারী বলেন, “আমপানের পর সরকারের সঙ্গে যোগাযোগের সেতু তৈরি হয়। আমার আশা, আগামী দিনে শাসক দলের প্রতিনিধি হিসেবে রেজাউলবাবু বাংলার চিকিৎসকদের প্রথম পছন্দ হবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই প্রশ্ন, রেজাউল করিম হোক বা কৌশিক চাকী, তারা এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা হিসেবে পরিচিত শান্তনু সেন, নির্মল মাঝিদের অবস্থান কী হবে! তারা কি করবেন? এদিন এই প্রসঙ্গে তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা শান্তনু সেন বলেন, “ফোরামের অস্তিত্ব মূলত সোশ্যাল মিডিয়ায়। সুতরাং তার পরিণতি নিয়ে চিন্তার কিছু নেই।”

তবে এই ব্যাপারে রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করলেও তা সম্ভব হয়নি। তবে কৌশিক চাকী বলেন, “শাসক দলের শরিক হওয়ার সুসংহত ভাবে উপস্থাপিত করা যাবে চিকিৎসকদের দাবিগুলো।”এদিকে গোটা বিষয়ে ফোরামের সভাপতি অর্জুন দাশগুপ্ত বলেন, “আমাদের সংগঠন অরাজনৈতিক ছিল এবং থাকবে। এই সংগঠনে থেকে যে কেউ তার পছন্দমত রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। কিন্তু তিনি পদাধিকারী থাকবেন না।” সব মিলিয়ে এবার চিকিৎসক সংগঠনের বড়সড় যোগদান হওয়ায় গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!