এখন পড়ছেন
হোম > রাজ্য > ঘুরে দাঁড়াতে কি বাম কংগ্রেসের জোট হচ্ছে মহেশতলা উপনির্বাচনে?

ঘুরে দাঁড়াতে কি বাম কংগ্রেসের জোট হচ্ছে মহেশতলা উপনির্বাচনে?

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক বিপর্যয়ের পরে ২৮ শে মে মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভের বিষয়ে যথেষ্ট আশাবাদী বাম শিবির। ওই কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী প্রভাত চৌধুরী জয়ের প্রসঙ্গে বললেন, ”এখানে শাসকদল সার্বিক উন্নয়নটুকুও করেনি। আমরা কাজ করতে চাই। যদি পঞ্চায়েত ভোটের মতো অবস্থা না হয়, যদি মানুষ ভোট দিতে পারেন, তা হলে আমরা এখানে জিতব।” উল্লেখ্য মহেশতলার পুরপ্রধান তথা মন্ত্রী-মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর দুলাল দাস এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। অন্যদিকে সিবিআইয়ের প্রাক্তন কর্তা সুজিত ঘোষকে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। কংগ্রেস দলের তরফে এই আসনে কোনো প্রার্থী মনোনীত করা হয়নি। তারা বাম প্রার্থীকে সমর্থন করছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এমনকি বাম প্রার্থীর সমর্থনে প্রচারেও অংশ নিতে দেখা যায়নি কংগ্রেস শিবির কে। এই প্রসঙ্গে বাম প্রার্থী প্রভাত চৌধুরী বললেন, “ধর্মনিরপেক্ষ সব দলকে আমরা জোটে আহ্বান জানিয়েছিলাম। কংগ্রেস আমাদের সমর্থন করছে। ওরা নিজেদের মতো করে আমাদের সহযোগিতা করেছে।” অন্যদিকে জেলার কংগ্রেস সভাপতি মনোরঞ্জন হালদার জানালেন, “আমরা তো ওদের (বামেদের) এখানে সমর্থন করেছি। ওরা যেভাবে চাইছে সেভাবেই সহযোগিতা করছি। আর এর থেকে কী বেশি করব বলুন?”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!