এখন পড়ছেন
হোম > জাতীয় > বাম গড়েও এবার হানা দিচ্ছে তৃণমূল, উঠল নয়া স্লোগান!

বাম গড়েও এবার হানা দিচ্ছে তৃণমূল, উঠল নয়া স্লোগান!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাম বিরোধিতার মধ্যে দিয়েই জন্ম হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ 34 বছর শাসন ক্ষমতায় থাকা বামেরা রাজ্য থেকে বিদায় নেওয়ার পর কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু গোটা দেশের মধ্যে একমাত্র কেরলে বামেদের সরকার রয়েছে। বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্য গুলো তে সংগঠন করা প্রধান চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু বিজেপির পাশাপাশি পশ্চিমবঙ্গের বাইরে একমাত্র কেরলে সরকারে থাকা বামেদের ক্ষমতাচ্যুত করতে যে এবার উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস তা স্পষ্ট হয়ে গেল। এবার কেরলেও সংগঠন গড়ার কাজে মনোযোগী হয়ে উঠল ঘাসফুল শিবির।

সূত্রের খবর, এদিন বাম শাসিত কেরলে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্টার দিতে দেখা যায়। যেখানে লেখা রয়েছে, “ভারত বাঁচাতে দিদিকে চাই, দিল্লি চলো” অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংগঠন গড়তে তৃণমূল কংগ্রেস উদ্যোগী ভূমিকা নেওয়ার পাশাপাশি অন্যান্য রাজ্যগুলোতে অর্থাৎ যেখানে অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো ক্ষমতায় রয়েছে, সেখানেও যে তৃণমূল কংগ্রেস অগ্রণী ভূমিকা গ্রহণ করতে চলেছে, তা বলাই যায়। দীর্ঘদিন পশ্চিমবঙ্গে এই বামেদের সঙ্গে লড়াই করে 2011 সালে ক্ষমতা দখল করেছে ঘাসফুল শিবির। আর তারপর ধীরে ধীরে তৃণমূলের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এবার কেরলেও বাম সরকারকে উৎখাত করে সর্বভারতীয় রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দেওয়ার জন্যই তৃণমূলের পক্ষ থেকে সেই কেরালায় সংগঠন গঠন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একাংশের মতে, বিজেপি বিরোধী দল হিসেবে পরিচিত বামেরাও। কিন্তু যেভাবে সেই বামেদের সরকারকে উৎখাত করতে কেরলে সংগঠন করার কাজে মনোনিবেশ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে, তাতে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। এর ফলে আগামী দিনে সর্বভারতীয় রাজনীতিতে বামেদের সঙ্গে তৃণমূল একমঞ্চে থাকতে পারবে কিনা, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

পর্যবেক্ষকদের মতে, ত্রিপুরা থেকে শুরু করে উত্তরপ্রদেশ, গুজরাট থেকে শুরু করে আসা বিভিন্ন রাজ্যে তৃণমূল এখন নিজেদের স্তম্ভ শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে। ত্রিপুরাতে পৌঁছে গিয়ে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ত্রিপুরাতে তৃণমূল সরকার গঠন করবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বামেদের ক্ষমতাচ্যুত করার পর এবার কেরালায় সেই বামেদের সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেদের দলের সরকার প্রতিষ্ঠা করতে পশ্চিমবঙ্গের কায়দাতেই ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার স্ট্র্যাটেজি গ্রহণ করতে চলেছে ঘাসফুল শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!