এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বাম কর্মীর মৃত্যুর পরই সরকারকে কড়া হুঁশিয়ারি মান্নানের, জেনে নিন

বাম কর্মীর মৃত্যুর পরই সরকারকে কড়া হুঁশিয়ারি মান্নানের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 11 ফেব্রুয়ারি বামেদের ছাত্র যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হলে অনেক ছাত্র যুব নেতা কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়। আর এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দল তথা পুলিশ প্রশাসনের বিড়ম্বনা বাড়িয়ে সোমবার সকালে সেই নবান্ন অভিযানে অংশ নেওয়া আহত বাম যুবনেতার মৃত্যু হল।

জানা গেছে, মৃতের নাম মইদুল ইসলাম মিদ্যা। স্বাভাবিক ভাবেই পুলিশের লাঠির আঘাতে এক যুবকের মৃত্যুর পরেই রীতিমত সরব হয়েছে বিরোধীরা। নির্বাচনের আগে এই ঘটনা শাসকদলের বিরুদ্ধে তাদের সোচ্চার হওয়ার প্রবণতাকে যে আরও বাড়িয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম। আর এবার এই বিষয়ে রাজ্য সরকারকে রীতিমত হুঁশিয়ারি দিলেন কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

এদিন তিনি বলেন, “পুলিশের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। ওই ছেলেটি কোনো অন্যায় করেনি। অথচ পুলিশের লাঠির আঘাতে তার প্রাণ চলে গেল। শাসকদল যখন বিরোধী দলে ছিল, তখন এই রকম প্রচুর আন্দোলন অভিযান করেছিল। এইভাবে নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়ায় আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। আমাদের আন্দোলন আরও শক্তিশালী করতে হবে। 31 বছরের ছেলেটির এই ত্যাগ আমাদের শিখিয়ে দিয়ে গেল, ওই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। তার ত্যাগ শিখিয়ে দিয়ে গেল, আগামী দিনে আমরা এগিয়ে যাব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ নবান্ন অভিযান এবং এক বামকর্মীর মৃত্যুর পরে যেভাবে রাজ্য সরকার তথা পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন আব্দুল মান্নান, তাতে তারা যে এই বিষয় নিয়ে এখন সরকারের অস্বস্তি বাড়িয়ে দেবে, তা কার্যত স্পষ্ট। যেভাবে পুলিশের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত বলে বিবৃতি দিতে দেখা গেল তাকে, তাতে আগামীদিনে রাজ্যের শাসক দল এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, বর্তমানে বিজেপি বিরোধী দল হলেও, খাতায়-কলমে বিরোধী দল কংগ্রেস এবং বামফ্রন্ট। সেদিক থেকে আগামী নির্বাচনে জনগণের পছন্দ অনুযায়ী বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই দিলেও, এই ঘটনাকে হাতিয়ার করে এবার বাম এবং কংগ্রেস যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে কার্যত সামনের দিকে এগিয়ে আসবে, তা বলাই যায়।

আর এই পরিস্থিতিতে যেভাবে সরকারের বিরুদ্ধে বক্তব্য পোষণ করে কড়া হুঁশিয়ারি দিলেন প্রবীণ নেতা আবদুল মান্নান, তাতে পরিস্থিতি তৃণমূলের বিপক্ষে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আব্দুল মান্নানের এই ধরনের হুঁশিয়ারির পর কতটা চাপে পড়ে শাসকদল, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!