এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বামেদের ভোট না দেবার আর্জি হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর

বামেদের ভোট না দেবার আর্জি হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে তরুণ প্রজন্মের ওপর বিশেষ ভরসা রাখতে দেখা যাচ্ছে বাম শিবিরকে। বিভিন্ন স্থানে নতুন প্রজন্মের মুখকে সামনে আনা হয়েছে। জামুরিয়া থেকে প্রার্থী করা হয়েছে ঐশী ঘোষকে। মেধাবী ছাত্রী ঐশী ঘোষ জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম রাজনীতির অন্যতম মুখ। ঐশী ঘোষের বাড়ি দুর্গাপুরে। এক সিপিএম পরিবারের সদস্য তিনি। এবার জামুরিয়া কেন্দ্রের বাম- কংগ্রেস জোটের প্রার্থী করা হয়েছে তাঁকে। সম্প্রতি এই জামুরিয়া কেন্দ্রে বামপন্থীদের ভোট না দেওয়ার আর্জি জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশের পর দুর্গাপুরে নিজের বাড়িতে এসেছেন ঐশী ঘোষ। জামুরিয়া কেন্দ্রে গিয়ে বামেদের হয়ে প্রচারও করেছেন তিনি। এই কেন্দ্র থেকে দীর্ঘ সময় ধরেই জয়লাভ করে আসছেন বাম নেতৃত্ব। গত বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রে জয়ী হয়েছিল বামেরা। সম্প্রতি সেখানে গিয়ে ঐশী ঘোষ বিলগ্নীকরণ, দ্রব্যমূল্য বৃদ্ধি, পরিযায়ী শ্রমিকদের কর্মহীনতা সহ নানা বিষয়ে নিয়ে প্রতিবাদ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কয়লা খনি বেসরকারিকরণ নিয়েও প্রতিবাদ জানিয়েছেন তিনি। কয়লা খনি শ্রমিকদের দুর্দশা নিয়েও তিনি প্রতিবাদ জানিয়েছেন। ঐশী ঘোষ জানিয়েছেন, এই বিষয়গুলি নিয়ে তিনি আবারও প্রতিবাদ জানাবেন। এবার তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। নিজের ফেসবুক পেজ থেকে বাবুল সুপ্রিয় ঐশী ঘোষকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টে বাবুল সুপ্রিয় লিখেছেন যে, জামুড়িয়ার মানুষকে তিনি বলতে চান, একটিও ভোট বামপন্থীদের না দিতে। তিনি জানিয়েছেন, একের পর এক কারখানায় তালা লাগিয়ে দিয়েছে এই বামপন্থীরা। কারখানার বাইরে এরা বড় বড় কথা বলে, কিন্তু ভেতরে গুন্ডামি করে সব অন্ধকার করে দিতে এরা সিদ্ধহস্ত। তাঁর কটাক্ষ, একে তৃণমূলে রক্ষা নেই, তায় দোসর এই বামপন্থীরা। তাঁর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। একাধিক মানুষ কমেন্ট করে তাঁকে যেমন সমর্থন জানিয়েছেন, অনেকে আবার তাঁর বিরোধিতাও করেছেন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!