এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লক্ষ্য বিধানসভা! বামেদের ‘শেখানো’ সফল পথেই জনভিত্তি তৈরির পরিকল্পনা তৃণমূলের? বাড়ছে জল্পনা

লক্ষ্য বিধানসভা! বামেদের ‘শেখানো’ সফল পথেই জনভিত্তি তৈরির পরিকল্পনা তৃণমূলের? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার কারণে দেশজুড়ে লকডাউন এর সময় বহু শ্রমজীবী মানুষ জীবিকা হারান। জীবিকা হারিয়ে গ্রাসাচ্ছাদন তাদের অনেকের পক্ষেই অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে বামপন্থীরা স্বল্পমূল্যে একটি কমিউনিটি চালু করেছিলেন যাদবপুরে। মাত্র কুড়ি টাকার বিনিময়ে সেখানে পেটপুরে খাবার পাওয়া যায়। খাবারের মেনুতে মাঝে মাঝে পরিবর্তন আনা হয় যাতে একঘেয়েমি না আসে।

যাদবপরের এই কমিউনিটি কিচেন সম্প্রতি সাফল্যের সঙ্গে ২০০ দিন পার করেছে। এই ক্যান্টিনের সাফল্য লক্ষ্য করে রাজ্যের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি শ্রমজীবী কিচেন তৈরি করেছে বাম দলের নেতাকর্মীরা। যার ফলে দুর্গত শ্রমজীবী মানুষরা যথেষ্টই উপকৃত হচ্ছেন। দিনে একবেলা অন্তত তাদের খাবার জোগাড় করতে কোন কষ্ট হচ্ছে না। এই ক্যান্টিন গুলির জনপ্রিয়তা লক্ষ্য করেই আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের হারানো জমি ফিরে পাবার আশায় বুক বেঁধেছেন বাম দলের কর্মী-সমর্থকরা।

এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার বিশ্বকর্মা পূজা ও মহালয়ার পুন্য তিথিতে হাওড়া জেলার সালকিয়াতে রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে একটি কমিউনিটি কিচেনের উদ্বোধন করা হলো। সালকিয়ার তিন নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এই কিচেনটি চালু করা হলো। আগামী সাত দিন এখান থেকে দুপুরের পেটপুরে খাবার মাত্র ২০ টাকাতে পাওয়া যাবে। এ প্রসঙ্গে তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি মান্না জানালেন, ” সালকিয়ায় বহু শ্রমিক শ্রেণির মানুষ রয়েছেন। যাঁরা দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারিয়েছেন। এই সব দুস্থ মানুষদের সাহায্য করতে কম মূল্যে খাবার পরিবেশন করা হবে।” এ প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলার বাপি মান্না আরও জানালেন যে, এখান থেকে প্রতিদিন কয়েক’শ মানুষের জন্য কুড়ি টাকায় মাছ ভাত ও মাংস ভাতের ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে খাবারের পার্সেলের ব্যবস্থাও থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন লকডাউনে কাজ হারানোর শ্রমজীবী মানুষের জন্য সুলভ ক্যান্টিনের আয়োজন করে বামদল রাজ্যে বেশ কিছুটা জনপ্রিয়তা লাভ করেছিল। রাজ্যের মানুষের কাছে বামের এই জনপ্রিয়তাকে টেক্কা দিতেই রাজ্যের শাসক দল তৃণমূল পক্ষ থেকে এই কমিউনিটি কিচেনের আয়োজন করা হলো। তবে এর মধ্যে কোন রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন না প্রাক্তন কাউন্সিলার বাপি মান্না। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ” দরিদ্র, অভুক্ত মানুষজনের অভাব ঘোচাতে এই ব্যবস্থা। এখানে এলে কেউ না খেয়ে ফিরে যাবেন না।”

বস্তুত, ইতিপূর্বে রাজ্যবাসীর জন্য বেশকিছু জনকল্যাণমূলক কর্মসূচি চালু করতে দেখা গিয়েছিল শাসক দলকে। সেখানে এবার নতুন সংযোজন হলো কমিউনিটি কিচেন। এর ফলে যথেষ্ট উপকৃত হবে রাজ্যের বিভিন্ন মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারবার রাজ্যবাসীর কাছে নিজের মানব দরদী মুখ দেখিয়েছেন, সেখানে রাজ্যের নিরন্ন মানুষদের জন্য অন্নের ব্যবস্তা না হলে, কিছুটা দৃষ্টিকটুই হতো, সেদিক থেকে এই প্রয়াস মহোত্তর। এই প্রয়াস সফল হলে আগামী দিনে তার বৃদ্ধির পরিকল্পনা আছে শাসকদলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!