এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বামেদের দুয়ারে ঘুরে ধাক্কা খেয়ে এবার টীম পিকের লক্ষ্য প্রভাবশালী স্বচ্ছ বিজেপি নেতারা?

বামেদের দুয়ারে ঘুরে ধাক্কা খেয়ে এবার টীম পিকের লক্ষ্য প্রভাবশালী স্বচ্ছ বিজেপি নেতারা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে আগামী বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যে নিজেদের ঘর গোছাতে সচেষ্ট হয়েছেন। একটার পর একটা ঘুঁটি সাজিয়ে চলেছেন প্রত্যেকে। তার সাথেই চলছে একে অপরের দুর্গে আঘাত হানার পালা। আর তার মধ্যে সর্বাগ্রে এগিয়ে রয়েছে তৃণমূল ও বিজেপি। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে, তৃণমূল থেকে যেমন বিজেপি শিবিরে যোগ দিচ্ছেন অনেকেই, ঠিক সেভাবেই বিজেপি থেকে দলে দলে চলে আসছেন তৃণমূলের অনেকে।

সম্প্রতি জলপাইগুড়ি জেলায় উঠেছে অন্য দাবি। বলা হচ্ছে, পিকের টিম ফোন করে বিজেপি দলে ভাঙন ধরাচ্ছে। সম্প্রতি জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতিসহ বাম দলেরও অনেকেই জানিয়েছেন, তাঁদের মোবাইলে পিকের টিম ফোন করে প্রশ্ন উত্তর চালিয়েছে। সম্প্রতি জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বমি জানিয়েছেন, দিন তিনেক আগে তাঁর মোবাইলে একটি ফোন আসে যেখানে হিন্দিতে তাঁকে প্রশ্ন করা হয়, এলাকায় তৃণমূলের কোন নেতার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে?

বাপি গোস্বামী জানিয়েছেন, তিনি পাল্টা যখন নিজের পরিচয় প্রকাশ করার উদ্যোগ নেন তখন উল্টো দিক থেকেই তাঁর পরিচয় দিয়ে দেওয়া হয়। এর পরেই ফোন কেটে দেন জেলা বিজেপি সভাপতি। তবে এখানেই শেষ নয়। তিনি জানান, পরের দিন আবার তাঁর কাছে ফোন আসে এবং সেদিন বাংলায় তাঁকে জিজ্ঞাসা করা হয়, বিজেপি করার কারণ এবং তৃণমূলে যোগ দেওয়ার কথা না ভাবার কারণ সম্পর্কে। এর আগে জলপাইগুড়ির বাম প্রতিনিধিরাও দাবি করেছিলেন, পিকের টিমের পক্ষ থেকে তাঁদের ফোন করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বমি জানিয়েছেন, বিভিন্ন সময় তাঁর কাছে পরিচয় গোপন করে ফোন আসছে। অন্যদিকে এই ফোনের খবর পাওয়ার পরেই বিজেপির অন্দরে শুরু হয়েছে তীব্র আলোড়ন। তাঁরা জেলা কমিটির অন্যান্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই ফোনের ব্যাপারে। যদিও এখনও জেলা কমিটির কোনো নেতা কোন ফোন পেয়েছেন বলে জানা যায়নি। অন্যদিকে অবশ্য তৃণমূল নেতারা জানিয়েছেন, পিকের টিম কাকে ফোন করছে তা অন্যদের জানার কথা নয়।

তবে জলপাইগুড়ির জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী জানিয়েছেন, পিকের টিম ফোন না করলেও তৃণমূলে এই মুহূর্তে যোগ দিতে চলেছেন অনেকেই। আপাতত এই ফোন কান্ড ঘিরে উত্তাল জলপাইগুড়ির বিজেপি দলের অন্দর। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এ ধরনের কোনো কথা স্বীকার করা হয়নি। তবে বাংলা রাজনীতিতে দল ভাঙানোর ঘটনা এভাবে সামনাসামনি প্রকাশ পাওয়ায় তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন। আপাতত এই ঘটনার রেশ কোন দিকে গড়ায় সেদিকে লক্ষ্য রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!