এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বামেদের জন্যেই আরজিকর আন্দোলনের সর্বনাশ! সেটিং নিয়ে গর্জে উঠলেন হেভিওয়েট!

বামেদের জন্যেই আরজিকর আন্দোলনের সর্বনাশ! সেটিং নিয়ে গর্জে উঠলেন হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বামেদের পক্ষ থেকে আজ আরজিকরের ঘটনায় বিচারের দাবিতে সিবিআই দপ্তরের উদ্দেশ্যে অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আর সেই বিষয় নিয়ে প্রশ্ন করতেই বাম-তৃণমূলের সেটিং এবং আরজিকর আন্দোলন যেভাবে স্তিমিত হয়ে গিয়েছে, তার পেছনে বামেরা দায়ী বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্ষেত্রে বামেদের “ঝন্ডু বাম” বলেও কটাক্ষ করলেন তিনি।

প্রসঙ্গত, এদিন বামেদের সিবিআই দপ্তর অভিযান নিয়ে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “বামেদের অবস্থা এখন ঝন্ডু বামের মত। লাগালে সাময়িক মাথাব্যথা কমে, কিন্তু তারপর আবার মাথা ব্যাথা ফিরে আসে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আরজিকরের ঘটনায় নাগরিক সমাজের যে আন্দোলন, সেই আন্দোলন স্তিমিত হয়ে গিয়েছে, যেদিন থেকে টুকরে টুকরে গ্যাং এবং আজাদি এই সমস্ত স্লোগান বাম-অতিবামেরা দিতে শুরু করেছিল। এই বামেদের সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে।”

অর্থাৎ আরজিকরের ঘটনায় আজকে বামেরা বিচারের দাবিতে রাস্তায় নামার চেষ্টা করলেও, একসময় এই ঘটনা নিয়ে যে আন্দোলন নাগরিক সমাজ শুরু করেছিল, তাকে স্তিমিত করবার জন্য একমাত্র বামেরা দায়ী বলেই বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। এক্ষেত্রে তৃণমূলকে সুবিধা করে দিতেই বামেরা উল্টোপাল্টা স্লোগান দিয়ে নাগরিক সমাজের আন্দোলনকে ভুল পথে পরিচালিত করেছে বলেই দাবি সুকান্ত মজুমদারের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!