এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বামেদের লড়াইতে এবার কি মিথ ভেঙে সামনে আসবে তরুণ ব্রিগেড? থাকবে কি প্রার্থী তালিকায় চমক?

বামেদের লড়াইতে এবার কি মিথ ভেঙে সামনে আসবে তরুণ ব্রিগেড? থাকবে কি প্রার্থী তালিকায় চমক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার দরজায় কড়া নাড়ছে একুশের বিধানসভা নির্বাচন। আর হয়তো কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর কথামতো ঘোষণা হয়ে যাবে নির্বাচনের দিনক্ষণ। এই অবস্থায় প্রতিটি রাজনৈতিক দল লড়াইয়ের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপির মধ্যে যেমন মসনদ দখলে লড়াই জমে উঠেছে, ঠিক সেভাবেই ধীরে ধীরে হলেও বাম কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মহাজোট লড়াইতে নেমে পড়েছে। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচন বামেদের কাছে প্রেস্টিজ ফাইট বলেই মনে করা হচ্ছে। চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান হয়েছিল 2011 সালে। তারপর থেকে ক্রমশ নিম্নমুখী বামেদের ভোটের গ্রাফ।

তাই শোনা যাচ্ছে, এবারের বিধানসভা নির্বাচনে বামেদের এতদিনকার মিথ ভেঙে লড়াইয়ের  ময়দানে সামনে আসতে চলেছে বামেদের তরুণ তুর্কিরা। আলিমুদ্দিন সূত্রের খবর, এবারের বিধানসভা নির্বাচনে অন্তত 40 থেকে 50 শতাংশ আসনে দাঁড়াতে চলেছেন নবীন প্রজন্মের বাম নেতা নেত্রীরা। তালিকায় রয়েছেন জেএনইউ বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের প্রথম সারির একাধিক মুখ। এছাড়াও রাজ্যের একাধিক তরুণ বাম মুখকে এবারের নির্বাচনী লড়াইয়ে দেখা যেতে পারে। প্রসঙ্গত, বামেদের ভোট ব্যাংকের বেহাল দশার জন্য কিন্তু বরাবর নিচুতলার কর্মীরা প্রবীণদের দায়ী করেছেন। তাই এবার বঙ্গ সিপিএম তরুণ তুর্কীদের হাত ধরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবারের নির্বাচনে ঐশী ঘোষ, দীপ্সিতা ধরের মত তরুণ প্রজন্মের নেতা নেত্রীদের হাতে বাংলার নির্বাচন জেতার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। ওয়াকিবহাল মহলের দাবি, 2016 সালের বিধানসভা নির্বাচনের পর অনেক বিধায়ক দল ছেড়েছেন, কেউ কেউ আবার গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেছেন। আর এই সব ফাঁকা আসনেই এবার লড়াই করতে নামছে বামেদের তরুণ ব্রিগেড। যেমন- জানা যাচ্ছে তরুণ বাম নেত্রী দীপ্সিতা ধর হাওড়ার যেকোনো একটি আসন থেকে দাঁড়াতে চলেছেন। কার্যত বামেদের নবান্ন ঘেরাও অভিযানেও সামনের সারিতে ছিলেন দীপ্সিতা। পাশাপাশি বামেদের আরেক লড়াকু নেত্রী জেএনইউ এর ঐশীও দুর্গাপুর থেকে দাঁড়াতে পারেন বলে শোনা যাচ্ছে।

ঐশী, দীপ্সিতা ছাড়াও এবারের নির্বাচনে সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও মীরাক্কেল খ্যাত তারকা সৌরভ পালোধি। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, একুশের বিধানসভা নির্বাচন জিততে বাম শিবির মরিয়া। সেক্ষেত্রে এবারের বিধানসভা নির্বাচনে প্রবীণদের থেকে বেশী নবীনদের ওপরেই ভরসা রাখছে বাম নেতৃত্ব। এবার দেখার লড়াকু বাম তরুণ-তরুণীরা নির্বাচনের ময়দানে বামেদের হারানো সম্মান ফিরিয়ে দিতে পারেন কিনা!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!