এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > বামেদের নবান্ন ঘেরাও নিয়ে উত্তেজনার পারদ চড়ছে, ইতিমধ্যে গ্রেপ্তার বাম বিধায়ক

বামেদের নবান্ন ঘেরাও নিয়ে উত্তেজনার পারদ চড়ছে, ইতিমধ্যে গ্রেপ্তার বাম বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল নবান্ন অভিযানের। তৃণমূলের বর্তমান স্লোগানকেই তাঁদের বিরুদ্ধে ব্যবহার করে বাম ছাত্র যুব সংগঠন ডাক দিয়েছে ‘খেলা হবে’। সেই অনুযায়ী নবান্ন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আজ। সূত্রের খবর, দশটি বাম সংগঠনের ডাকে নবান্ন অভিযান হচ্ছে। যথারীতি এই অভিযান ঘিরে শহর জুড়ে চলছে তীব্র উত্তেজনা। পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনের আগে বাম সংগঠনের ডাকে এই নবান্ন অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে জানা যাচ্ছে, নবান্ন অভিযানের শুরুতেই আজ পুলিশের সঙ্গে ধুন্দুমার বাম ছাত্র ও যুব সংগঠনের। পুলিশের কড়া প্রহরা সত্বেও দিনের শুরুতেই আচমকা নবান্নের সামনে চলে আসেন পাঁশকুড়ার সিপিএম বিধায়ক তথা বাম ছাত্র নেতা ইব্রাহিম আলী বেশ কয়েকজন সহযোগীকে নিয়ে। যথারীতি পুলিশের সঙ্গে তাঁদের শুরু হয় সংঘর্ষ। পুলিশ ইব্রাহিম সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। আজ কলকাতা শহর জুড়ে প্রায় চার হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন হয়েছে বামেদের এই নবান্ন অভিযান ঠেকাতে বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত শিক্ষা এবং কর্মসংস্থানের দাবিতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে হচ্ছে আজকের নবান্ন অভিযান দশটি বাম ছাত্র যুব সংগঠনের ডাকে। আজকের অভিযানে বামেরা কংগ্রেসকেও অংশগ্রহণের বার্তা দিয়েছে। দুপুর 1 টা নাগাদ নবান্ন ঘেরাওয়ের কথা বিক্ষোভরত বাম ও কংগ্রেস কর্মীদের। যদিও এই অভিযানের অনুমতি মেলেনি পুলিশের তরফ থেকে। কিন্তু আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, নবান্ন অভিযান তাঁরা করবেনই। সুতরাং বোঝাই যাচ্ছে আজকের অভিযান ঘিরে উত্তেজনার পারদ চড়বে।

বামেদের নবান্ন অভিযান আটকাতে সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, পুলিশের তরফ থেকে জলকামান ছাড়াও ড্রোন দিয়ে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূল ও বিজেপির পাশাপাশি বাম-কংগ্রেস এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এবারের নির্বাচনে জোট বেঁধেছে বাম এবং কংগ্রেস শিবির। সে দিক থেকে তাঁদের লড়াইকে উল্লেখযোগ্য করে তোলার জন্য আজকের নবান্ন অভিযান যে যথেষ্ট অনুঘটকের কাজ করবে তা বলাই বাহুল্য।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!