এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > বামেদের প্রার্থী তালিকায় এবার নবীন-প্রবীণের মহা সমারোহ, একুশের যুদ্ধ জমে উঠেছে

বামেদের প্রার্থী তালিকায় এবার নবীন-প্রবীণের মহা সমারোহ, একুশের যুদ্ধ জমে উঠেছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল, বিজেপির পাশাপাশি লড়াইয়ের ময়দানে নামতে চলেছে বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চা। আসন রফা চূড়ান্ত করে বামেরা তাঁদের প্রার্থী ঘোষণা শুরু করেছে। আজ বিধানসভা নির্বাচনের জন্যে দ্বিতীয়দফায় রাজ্যে যেসব আসনগুলি বামেদের রয়েছে সেগুলির অধিকাংশরই প্রার্থী ঘোষণা করে দেওয়া হল। স্বাভাবিকভাবেই নজর ছিল বামেদের প্রার্থী তালিকায় কারা কারা সুযোগ পাচ্ছেন সেদিকে। এবং প্রত্যাশিতভাবে বামেদের প্রার্থী তালিকায় এবার একের পর এক চমক। একদিকে যেমন প্রবীণদের লড়াইয়ের সুযোগ রয়েছে, তেমনি অন্যদিকে নবীনরাও লড়াইয়ের ময়দানে নামতে চলেছে। বরাবরই বাম শিবিরকে বৃদ্ধদের আখড়া বলে কটাক্ষ করা হতো।

এবার সেই তকমাকে ঝেড়ে ফেলতে আলিমুদ্দিনের তরফ থেকে যে প্রবল চেষ্টা হয়েছে, তা প্রার্থী তালিকা দেখলেই বোঝা যাচ্ছে। এদিনের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন অশোক ভট্টাচার্য, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের মতন জাঁদরেল নেতারা। ঠিক সেভাবেই বম তালিকায় জায়গা পেয়েছেন ঐশী ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, সায়নদীপ মিত্রদের মত নতুন মুখরাও। সকাল থেকেই নন্দীগ্রামের বাম প্রার্থী কে হবেন, তা নিয়ে চর্চা চলছিল। প্রসঙ্গত এই মুহূর্তে সবথেকে উল্লেখযোগ্য এলাকা রাজনৈতিক মহলে নন্দীগ্রাম। কারণ নন্দীগ্রাম থেকে লড়াইয়ে নেমেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে আবার লড়াই করছেন হেভিওয়েট বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তবে বামেদের পক্ষ থেকে নন্দীগ্রামে নামছেন তরুণ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজ্যের আরেকটি হেভিওয়েট কেন্দ্র সিঙ্গুরে প্রার্থী হয়েছেন বামেদের পক্ষ থেকে এসএফআই প্রধান সৃজন ভট্টাচার্য। জামুরিয়া থেকে বামেরা প্রার্থী করেছে জেএনইউ সভানেত্রী ঐশী ঘোষকে। কামারহাটির মদন মিত্রর বিরুদ্ধে বামেরা পাল্টা সামনে এনেছে তরুণ মুখ সায়নদীপ মিত্রকে। গতবার কামারহাটি থেকে জয়ী হয়েছিলেন বাম বিধায়ক মানস মুখোপাধ্যায়। দীর্ঘদিন পর হুগলি চন্ডীতলা আসনে প্রার্থী হয়েছেন মহম্মদ সেলিম। যাদবপুর থেকে এবারেও বাম নেতা হিসেবে পরিচিত মুখ সুজন চক্রবর্তী। টালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন টলিউড অভিনেতা দেবদূত ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কসবা কেন্দ্র থেকে বাম প্রার্থী শতরূপ ঘোষকেই দেখা যাবে এবার। যদিও পরপর দুবার এই কেন্দ্রে হার হয়েছে শতরূপ ঘোষের। শিলিগুড়ি থেকে প্রত্যাশা অনুযায়ী প্রার্থী হয়েছেন অশোক ভট্টাচার্য। বালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন ডঃ ফুয়াদ হালিম। এছাড়াও দমদম উত্তরে তন্ময় ভট্টাচার্য, রাণাঘাট দক্ষিণ কেন্দ্রের রমা বিশ্বাসদের মত চেনা মুখের ওপর ভরসা করেছে বাম শিবির। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর দীর্ঘদিন পরে আবার প্রার্থী তালিকায়।

পাশাপাশি রায়দিঘি থেকে প্রবীণ বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় প্রার্থী হয়েছেন। প্রসঙ্গত, ওই অঞ্চলে কান্তি গঙ্গোপাধ্যায় ঘরের ছেলে বলেই পরিচিত। আপদে-বিপদে মানুষের পাশে কান্তি গঙ্গোপাধ্যায় কে দাঁড়াতে দেখা যায়। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনেঅন্যান্য রাজনৈতিক শক্তির পাশাপাশি বাম শিবির যে ঘুরে দাঁড়াতে চলেছে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। আপাতত দেখার নবীন-প্রবীণের মিলিত এই লড়াই বামেদের কতটা জমি ফিরিয়ে দিতে পারে!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!