এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বামেদের রেড ভলান্টিয়ার্সের অনুরূপ এবার তৃণমূলের ব্লু ওয়ারিয়র্স, প্রতিযোগীতাই কি মূল কথা?

বামেদের রেড ভলান্টিয়ার্সের অনুরূপ এবার তৃণমূলের ব্লু ওয়ারিয়র্স, প্রতিযোগীতাই কি মূল কথা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে এবারে ব্যাপকভাবে পরাজয় হয়েছে সিপিএম এবং কংগ্রেসের। বাংলার রাজনীতি থেকে বলতে গেলে তারা প্রায় মুছে গেছে। তবে শূন্যে পৌঁছে গেলেও বামেরা কিন্তু এত সহজে মানুষের পাশ থেকে সরতে রাজি নয়। ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে করোনা পরিস্থিতিতে রেড ভলান্টিয়ার্সরা উল্লেখযোগ্যভাবে কাজ করে যাচ্ছন।

অক্সিজেন, ওষুধ, হাসপাতাল সমস্ত কিছুর ব্যবস্থা করেছে রেড ভলেন্টিয়ার্সরা। খুব স্বাভাবিকভাবেই ভোটে হারের পর মানুষের প্রশংসা কুড়িয়েছর আসলে যে রেড ভলান্টিয়ার্সরা তা আর বলার অপেক্ষা রাখেনা। আর এবার রেড ভলান্টিয়ার্সের মোকাবিলায় তৃণমূলের নীল যোদ্ধারা সামনে এলো। যদিও তাঁদের নাম দেওয়া হয়েছে ব্লু ওয়ারিয়র্স।

তবে সব জায়গায় নয়, এই নীল যোদ্ধা বাহিনী কাজ করছে হাওড়া পুরসভার 40 নম্বর ওয়ার্ডে। এবং এই নীল যোদ্ধা বাহিনী তৈরি করেছেন হাওড়া পুরসভা 40 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন বোরো চেয়ারম্যান সৈকত চৌধুরী। সূত্রের খবর, করোনার মোকাবিলায় নীল যোদ্ধারা তাঁদের কাজের মাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলেছেন। এলাকায় ইতিমধ্যেই এই নীল বাহিনীতে যোগ দিয়েছেন 17 জন যুবক যুবতী।

করোনা আক্রান্ত মানুষকে হাসপাতালে ভর্তি করা থেকে তাঁদেরকে সেফহোমে পাঠানো, আইসোলেশনে থাকা আক্রান্ত মানুষকে বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া থেকে আক্রান্ত মানুষের বাড়িতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে আসা- এই সমস্ত কাজ হাসি মুখে করছেন ব্লু ওয়ারিয়র্স।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ব্লু ওয়ারিয়ার্স ইতিমধ্যেই এলাকার সাধারণ মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর সৈকত চৌধুরীর উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন হাওড়া তৃণমূল চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায় থেকে শুরু করে দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরীসহ অনেকেই। এমন কি এই নীল যোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে প্রশ্ন উঠেছে, তৃণমূল কি বামেদের টক্কর দেয়ার জন্য রেড ভলেন্টিয়ার্সের অনুরূপ ব্লু ওয়ারিয়ার্স তৈরি করেছে? আর এই প্রশ্নের উত্তরে প্রাক্তন কাউন্সিলর সৈকত চৌধুরী জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তাঁর এই উদ্যোগ। কোন রাজনৈতিক দলের সাথে প্রতিযোগিতার যাবার কোনো প্রশ্নই নেই।

বর্তমান পরিস্থিতিতে করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই কাজ করা হয়েছে বলে জানান তিনি। তবে জানা গিয়েছে, হাওড়া পুরসভার 66 টি ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র চল্লিশ নম্বর ওয়ার্ডেই তৃণমূলের এই ব্লু ওয়ারিয়র্স কাজ করে চলেছে। সেক্ষেত্রে অন্যান্য ওয়ার্ডের তৃণমূল কর্মীরা এবার তাঁদের ওয়ার্ডেও ব্লু ওয়ারিয়ার্স তৈরি করার কথা চিন্তা ভাবনা করছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, রেড ভলেন্টিয়ার্স বা ব্লু ওয়ারিয়ার্স প্রত্যেকেরই একমাত্র লক্ষ্য করোনা আক্রান্ত মানুষের জন্য কাজ করা। সেক্ষেত্রে তাঁদের সাধুবাদ প্রাপ্য। এরমধ্যে রাজনীতিকে না ঢোকানোই বুদ্ধিমত্তার কাজ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!