এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > বামেদের তরুণ নেতা নেত্রীরা কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন এবারের নির্বাচনে? চলছে জল্পনা

বামেদের তরুণ নেতা নেত্রীরা কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন এবারের নির্বাচনে? চলছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের তোড়জোর চলছে প্রায় প্রতিটি দলে। ইতিমধ্যে তাঁদের অধিকাংশই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে এবং উল্লেখযোগ্যভাবে এবার দেখা যাচ্ছে বামেদের প্রার্থী তালিকায় যুবশক্তির আধিক্য বেশি। যেমন এবারের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়, ঐশী ঘোষ, দীপ্সিতা ধর, শায়নদীপ মিত্র প্রমুখরা। তবে এঁদের মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়াই একটু অন্যরকম। কারণ মীনাক্ষী মুখোপাধ্যায় এবারের নির্বাচনে বাংলার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন এবং তাঁর লড়াই দুই হেভিওয়েটের সঙ্গে।

একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে জাঁদরেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই সে জায়গায় মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় বাম প্রার্থী হিসেবে লড়াই যথেষ্ট উল্লেখযোগ্য। মূলত মীনাক্ষী ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী এবং সিপিএমের রাজ্য কমিটির সদস্য। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে কিছুদিন আগেই ঘটে গেছে একটি পারিবারিক ট্রাজেডি। আর তার কুড়ি দিনের মাথায় রাজনীতিতে বড় লড়াইয়ের ময়দানে ডাক পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী জানিয়েছেন, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসন হল নন্দীগ্রাম। কিন্তু সেখান থেকে সংযুক্ত মোর্চা যে লড়াই করবে, তা জোরদার হবে। কারণ তাঁদের কাছে তৃণমূল বা বিজেপি কোন আলাদা শক্তি নয়।

সুতরাং সংসদীয় গণতন্ত্রে মীনাক্ষীর প্রথম লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। মীনাক্ষী আরও জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর অন্যতম লক্ষ্য তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করা। অন্যদিকে আসানসোলের জামুরিয়া থেকে সংযুক্ত মোর্চার হয়ে প্রার্থী হয়েছেন আরেক তরুণ মুখ জেএনইউ এর ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বাম নেত্রী হিসেবে একটু একটু করে নিজের পরিচয় তৈরি করেন ঐশী। বাংলায় একুশের নির্বাচন কাছে আসার সাথে সাথে বামেদের প্রার্থী তালিকায় ঐশীর নাম নিয়ে শুরু হয় আলোচনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সবশেষে জোটের পক্ষ থেকে জামুরিয়া বিধানসভা কেন্দ্রে ঐশী ঘোষের নাম ঘোষণা করা হয়। বাম ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে যদিও কিছুটা হতাশা প্রকাশ করা হয়েছে। কারণ মনে করা হয়েছিল, দুর্গাপুরের বাসিন্দা হবার জন্য সেখানকার যেকোনো একটি কেন্দ্র থেকে ঐশীকে প্রার্থী করা হবে। তবে ঐশীর বাবা জানিয়েছেন, জামুরিয়া থেকে লড়াই ঐশীর কাছে অন্যতম একটি চ্যালেঞ্জ। সবমিলিয়ে এবারের বিধানসভা নির্বাচনে বামেরা যে আবার লড়াইয়ের ময়দানে ঘুরে দাঁড়াতে চলেছে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই রাজনৈতিক মহলের।

তবে এবার দেখার, বামেদের তরুণ মুখ লড়াইতে কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে! অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন, নন্দীগ্রামের মতন হেভিওয়েট কেন্দ্রে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং শুভেন্দু অধিকারীর মতন পোড় খাওয়া নেতা দাঁড়িয়েছেন  সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতন অনভিজ্ঞ নেত্রীকে দাঁড় করিয়ে বামেরা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? তবে সিদ্ধান্ত সঠিক না বেঠিক তার জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!