এখন পড়ছেন
হোম > জাতীয় > লক্ষ্য বামেদের সমূলে উৎপাটন করা, এবার নতুন স্ট্র্যাটেজিতে ছক ভাঙা খেলা গেরুয়া শিবিরের?

লক্ষ্য বামেদের সমূলে উৎপাটন করা, এবার নতুন স্ট্র্যাটেজিতে ছক ভাঙা খেলা গেরুয়া শিবিরের?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও এআইএমআইএম, রোহিঙ্গা মুসলিম, পাকিস্তান ও আফগানিস্তানের ভোটারদের সাহায্যে গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনে জিততে চাইছে বলেই অভিযোগ করতে দেখা গিয়েছিল তেলেঙ্গানার বিজেপি সভাপতি বান্ডি সঞ্জয় কুমারকে। সেক্ষেত্রে বিজেপি যদি জেতে তাহলে ওল্ড হায়দারবাদ শহর থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে তাঁরা সার্জিক্যাল স্ট্রাইক করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

এমন পরিস্থিতিতে উল্টে তাঁর বিরুদ্ধে পাল্টা কটাক্ষ করেছিলেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও এআইএমআইএম নেতা। তবে এবার সেখানেই বামেদের উৎপাটন করতে এদের নিয়েই নতুন পন্থা অবলম্বন করতে দেখা গেল বিজেপিকে। সেখানে এতদিন ধরে যেখানে হায়দরাবাদ পুরসভার নির্বাচন নিয়ে রীতিমতো প্রচার চালিয়ে যাচ্ছিল বিজেপি, সেখানে জানা গেছে, এবার তাদের নতুন লক্ষ্য হয়েছে কেরল।

আপনার মতামত জানান -

বস্তুত, সামনেই কেরলের বিধানসভা নির্বাচন। তার আগে পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের মাধ্যমে বিজেপি ভবিষ্যতে তাদের জায়গাটা বুঝে নিতে চাইছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর তাই সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে কাছে টানতেই বিজেপি মুসলিম ও খ্রিস্টানদের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বলেই অনুমান করছেন তাঁরা।

তাঁদের মতে, তাই সেই জন্যই যেখানে কিছুদিন আগেই কর্ণাটকের বেলাগাভী আসনের উপনির্বাচনের আগে রাজ্যের বিজেপি নেতা ও মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা, কোনও মুসলিমকে প্রার্থী হওয়ার টিকিট দেওয়া হবে না বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল, সেখানে নির্বাচনের আগে ১৮০° ঘুরে বিপরীত পন্থা নিয়েছেন তাঁরা। সেক্ষেত্রে তখন দলকে যথেষ্ট বিড়ম্বনা সইতে হয়েছিল বলেও দেখা গিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সম্প্রতি তাঁদের দাবি, প্রতিবেশী রাজ্য কেরলের পঞ্চায়েত নির্বাচনে তাদের মুসলিম প্রার্থীতে কোনও আপত্তি নেই। অন্যদিকে, তথ্য সূত্রে জানা গেছে, সেখানে অন্তত ১০০-র বেশি আসনে বিজেপি মুসলিম প্রার্থী দিয়েছে। সেখানে আগামী ছ’মাসের মধ্যেই কেরলে বিধানসভা নির্বাচন থাকতেই, বিজেপির এই খ্রিস্টান ও মুসলিমদের কাছে টানতেই এমনটা করছেন, যা আদপে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, যেহেতু নির্বাচনে অর্ধেক আসন মহিলাদের জন্য সংরক্ষিত, তাই বিজেপি সেইসঙ্গে বিপুল সংখ্যক মহিলা প্রার্থী দিচ্ছে বলেও জানা গেছে। এই প্রসঙ্গে দলের রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন জানান, কেরলের মুসলিম মহিলাদের মধ্যে তিন তালাকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টার বিপুল প্রভাব পড়েছে। তাই এবারের নির্বাচনে মহিলা প্রার্থীদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৮, ১০ ও ১৪ ডিসেম্বর কেরলে পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন রয়েছে। সেখানে বিজেপি কেরলের এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৫০০ খ্রিস্টান ও ১১৪ জন মুসলিম প্রার্থী দিয়েছে। তবে সেক্ষেত্রে কেবল প্রার্থী দেওয়াই নয়, ওই প্রার্থীদের হয়ে বিজেপির যে নেতারা রাজনীতির ময়দানে নেমেছেন, তাঁদের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রয়েছেন বলেই জানা গেছে। তাই লড়াই জোরদার হবে বলেই আশা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!