এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বামেরা যা করেনি, তাই করেছেন মমতা? বিস্ফোরক সুকান্ত! চাঞ্চল্য রাজ্যে!

বামেরা যা করেনি, তাই করেছেন মমতা? বিস্ফোরক সুকান্ত! চাঞ্চল্য রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিগত দিনে কখনও উৎসবের সময়ে বিধানসভার অধিবেশন হতে দেখা যায়নি। কিন্তু এবার কার্যত সেই ঘটনা ঘটার কারণে বিধানসভার অধিবেশনে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল বিজেপি। যাকে কটাক্ষ করেছে শাসক শিবির। ইতিমধ্যেই আজ অধিবেশনে উপস্থিত হয়ে বিজেপি বিধায়কদের অনুপস্থিতি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার বিধায়করা কেন উপস্থিত হচ্ছেন না, সেই ব্যাপারে যুক্তি তুলে ধরে বামেরা যা করেনি, তাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কটাক্ষের জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “এই কয়েক মাস আমাদের উৎসব চলে। কিন্তু বামেরাও এতদিন সরকারে ছিল, তবুও তারা এই সময়ে অধিবেশন চালানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যিনি নিজেকে হিন্দু ঘরের সন্তান করে দাবি করেন, তিনি এই উৎসবের সময় অধিবেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটা দুর্ভাগ্যজনক। আমাদের বিধায়করা বিধানসভায় যাচ্ছেন, কিন্তু তারা অধিবেশনে অংশগ্রহণ করবেন না বলে প্রতিবাদ জানিয়েছেন। উৎসবের সময় এইভাবে অধিবেশন পরিচালনা মানা যায় না। এটা করে সরকার ঠিক করেনি।”

 

একাংশ বলছেন, বিজেপির রাজ্য সভাপতি এই কথা বলে বুঝিয়ে দিলেন যে, বিধানসভায় কেন তাদের বিধায়করা উপস্থিত থাকছেন না। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের অধিবেশনে উপস্থিত হয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন। তবে উৎসবের মরসুমে এইভাবে বিধানসভা পরিচালনা যে কোনোদিন হয়নি, তা তুলে ধরে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাপের মুখে ফেলে দিলেন সুকান্ত মজুমদার। স্বাভাবিক ভাবেই সুকান্তবাবুর এই মন্তব্যে যে রাজ্যের অস্বস্তি যথেষ্ট বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!