এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বানান ভুল প্রসঙ্গে দিলীপ ঘোষকে অভিনব উপায়ে কটাক্ষ রাজ্যের কংগ্রেস নেতার, চমকিত রাজনীতি মহল

বানান ভুল প্রসঙ্গে দিলীপ ঘোষকে অভিনব উপায়ে কটাক্ষ রাজ্যের কংগ্রেস নেতার, চমকিত রাজনীতি মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি মহিলাদের ওপর নৃশংস অত্যাচারের প্রতিবাদে সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি সাংসদেরা বিক্ষোভ দেখিয়েছিলেন। বিজেপির অভিযোগ ছিল, শুধুমাত্র বিজেপি করার কারণে তৃণমূল আক্রমণ করেছে একাধিক মহিলার ওপরে। এই বিক্ষোভ কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতে দেখা দিয়েছিল একটি প্ল্যাকার্ড। জানা যায় সেখানে কন্যাশ্রী বানানটি ভুল ছিল। যে প্রসঙ্গে ইতিপূর্বে টুইট করেছিলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। আর এবার বানান ভুল রুখতে দিলীপ ঘোষকে বর্ণপরিচয় পাঠালেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মেল করে বর্ণপরিচয় এর পিডিএফ পাঠিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। আবার স্পিড পোস্ট এর মাধ্যমে দ্রুত দিলীপ ঘোষের কাছে তিনি বর্ণপরিচয় পাঠাবেন বলেও, জানা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা তাঁর কর্তব্য বলেই মনে করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, তিনি দেখেছেন সংসদের বাইরে দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা প্রতিবাদ করেছেন। প্রতিবাদের ইস্যু নিয়ে কোনো বক্তব্য রাখতে চান না তিনি।

তিনি জানালেন, এক্ষেত্রে তাঁরা বিজেপির পাশেই আছেন। তবে, একজন বাঙালি হিসেবে তাঁর চোখে পড়েছে যে, প্ল্যাকার্ডগুলোতে ভুল বানান লেখা ছিল। ব্যাকরণের জ্ঞান স্পষ্ট না থাকার কারণে তা ঘটেছে। তাই একজন দায়িত্বশীল বাঙালি হিসেবে তিনি মনে করছেন যে, দিল্লিতে তাঁদের হাতে এরকম বানান দেখে মানুষ কি মনে করবেন? সে কারণেই বর্ণপরিচয় পাঠানো দরকার। বাঙালির সম্মান যেন অটুট থাকে। এভাবেই এক অভিনব উপায়ে কটাক্ষ করলেন তিনি দিলীপ ঘোষকে। তবে, বানান ভুল প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন যে, অনুবাদের সময়ে অনেক ক্ষেত্রে বানান ভুল হয়ে যায়। এই ঘটনা নিয়ে অনেককে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!