এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বঞ্চনা, অনুন্নয়ন থেকেই কি দাবি উঠছে রাজ্য ভাগের? দিলীপ ঘোষের বক্তব্য বাড়ছে তীব্র জল্পনা

বঞ্চনা, অনুন্নয়ন থেকেই কি দাবি উঠছে রাজ্য ভাগের? দিলীপ ঘোষের বক্তব্য বাড়ছে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার দাবি করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। এরপর জঙ্গলমহলকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণার দাবি করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। জন বার্লার প্রতি বেশকিছু বিজেপি বিধায়ক সম্মতি জানালেও, দলের রাজ্য নেতৃত্ব তাঁর এই দাবি মেনে নেননি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বিজেপি কখনোই রাজ্যভাগ চায়না। পশ্চিমবঙ্গকে একটি রাজ্য হিসেবে দেখে বিজেপি। সকলকে নিয়ে বাংলার সামগ্রিক উন্নয়ন চায় বিজেপি। তিনি অভিযোগ করেছেন, দীর্ঘকালের বঞ্চনা থেকেই দাবি উঠেছে রাজ্য ভাগের।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, উত্তরবঙ্গের মানুষদের সঙ্গে বারবার বঞ্চনা করা হয়েছে। উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রার মানের সেই অর্থে উন্নতি ঘটেনি। যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বহু ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে রয়েছে উত্তরবঙ্গ। সে কারণেই এখানকার মানুষ বাংলা থেকে বিচ্ছিন্ন হবার কথা বলে থাকেন। উত্তরবঙ্গের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাজ্যের দাবি তোলেন মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি আরও জানালেন যে, বিজেপি সমস্ত পশ্চিমবাংলার উন্নয়নের কথা চিন্তা করে থাকে। বিজেপি কখনোই বাংলা ভাগ চায়না। বাংলার অখণ্ডতা, বাংলার উন্নয়নকে অটুট রেখে আগামীর পথে এগিয়ে যেতে চায় বিজেপি। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সে অর্থে উন্নয়ন করেননি। সে কারনে উত্তরবঙ্গে তাঁর পায়ের তলার মাটি সরে গেছে। সেটা তিনি খুব ভালো করেই জানেন। এ কারণে উত্তরবঙ্গের পাহাড়ের বুকে কখনো বিমল গুরুংয়ের সঙ্গে তিনি বন্ধুত্ব করছেন, কখনো বা কামতাপুরীদের সঙ্গে হাত মিলিয়ে ভোটে জয় লাভের চেষ্টা করছেন। আর নিজেদের দোষকে আড়াল করতে বিজেপিকে প্রকারান্তরে বিচ্ছিন্নতাবাদী বলে অভিযুক্ত করা হচ্ছে।

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে, যারা প্রকৃত বিচ্ছিন্নতাবাদী উত্তরবঙ্গে তাদের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একারণে উত্তরবঙ্গের বিচ্ছিন্নতাবাদী শক্তি রাজ্য ভাগের দাবি তুলে বারবার অশান্তির পরিবেশ তৈরি করেছে। এভাবেই রাজ্য ভাগের দাবি ওঠার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন, উত্তরবঙ্গের মানুষের প্রতি বঞ্চনা থেকেই উঠেছে রাজ্যভাগের দাবি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!