এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাঁধ সারানোর নির্দেশ সত্বেও মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব তৃণমূল বিধায়কের, বাড়ছে বিতর্ক

বাঁধ সারানোর নির্দেশ সত্বেও মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব তৃণমূল বিধায়কের, বাড়ছে বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ইয়াস বিপর্যয়ের জেরে বাংলার উপকূলবর্তী অঞ্চল প্রায় তছনছ হয়ে গিয়েছে। অন্যদিকে গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে বাঁধ ভেঙে। আমফানের পর যে বাঁধ দেওয়া হয়েছিল, সেই বাঁধ এক বছরের মধ্যে কীকরে ভেঙে পড়ে তা নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই সন্দেহ প্রকাশ করেছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বাঁধ মেরামত করতে হবে। বিশেষ করে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন বর্ষার মধ্যে যদি বাঁধ সংস্কার না হয়, তাহলে বানভাসি হতে পারে গ্রামের পর গ্রাম। আর এখানেই বিতর্ক তৈরি করেছেন মহিষাদলের স্থানীয় বিধায়ক। তিনি এত তাড়াতাড়ি কিছু করা সম্ভব নয় বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, 26 শে জুনের মধ্যে নদী বাঁধ সংস্কারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রামের রূপনারায়ণ নদীর পাড় চরম ক্ষতিগ্রস্ত হয়। কার্যত প্রথমে আমফান, তারপর ইয়াসের কবলে পড়ে গোটা এলাকার নদীর পাড় রীতিমতো ভেঙে পড়েছে। কোনরকমে বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়া হয়েছিল গতবছর, কিন্তু ইয়াসের কাছে এই নদী বাঁধ কার্যত ধুলিস্যাৎ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, আমফানের সময় যে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা সারাই করা হয়নি। যার ফলে ইয়াসের জের সেই বাঁধ আর নিতে পারেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও বাঁধ সারানো নিয়ে এবার কড়া বার্তা দিলেন পূর্ব মেদিনীপুরের মহিষাদল এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এত তাড়াতাড়ি বাঁধা সারানো সম্ভব নয়। প্রসঙ্গত জানা গিয়েছে, রবিবার রাতে সাত সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসেছেন। তাঁরা বিপর্যস্ত এলাকাগুলি খতিয়ে দেখবেন। মূলত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন। সোমবার থেকে তিনদিনের সফরে দীঘা, পাথরপ্রতিমা, গোসাবা সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবেন। তাঁরা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট কেন্দ্রের হাতে তুলে দেবেন।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে ভিডিও কনফারেন্স করবেন কেন্দ্রীয় প্রতিনিধিদল। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পঁচিশটি ব্লকই ইয়াসের জেরে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের মূলত তিনটি জেলা, যথা- পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা রীতিমতো ইয়াসের তাণ্ডবে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বাঁধ সারানো নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ না মানার বার্তায় কার্যত রাজনৈতিক বিতর্ক তৈরি করলেন মহিষাদল এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। আপাতত বিধায়কের এই বার্তার পর মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেন, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!