এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > বনধে বামেদের গান্ধীগিরির বেনজির দৃশ্যের সাক্ষী রাজ্য

বনধে বামেদের গান্ধীগিরির বেনজির দৃশ্যের সাক্ষী রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বামেদের নবান্ন অভিযানে পুলিশি হেনস্থার বিরুদ্ধে আজ ১২ ঘন্টার বনধ ডেকেছে বাম শিবির। আজ সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যজুড়ে বামেদের ডাকা বনধ। বনধ রুখতে কঠোরভাবে উদ্যোগ নিয়েছে পুলিশ ও প্রশাসন। বিভিন্ন স্থানে বাম কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাঁধতে দেখা যাচ্ছে। তবে, বেশকিছু স্থানে পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকরা বচসার পরিবর্তে গোলাপ ফুল, চকলেট তুলে দিলেন পুলিশের হাতে। রাজ্যের একাধিক স্থানে বাম কর্মী সমর্থকদের এমনই গান্ধীগিরির সাক্ষী রইল রাজ্য।

আজ বর্ধমান শহরে কার্জন গেটের সামনে পথ অবরোধ করলেন বাম কর্মী সমর্থকরা। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দিলেন তাঁরা। এরপর পুলিশ আবার অবরোধকারীদের তুলতে গেলে তাদের সঙ্গে পুলিশের কিছুটা ধস্তাধস্তি বাঁধে। এরপর আবার পুলিশকে গোলাপ ফুল দিলেন বাম কর্মী সমর্থকরা। বর্ধমানে রাস্তা আটকে দেবার ফলে উত্তরবঙ্গের একটি বাস আটকে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, আজ চুঁচুড়ায় বাম কর্মী সমর্থকরা পথ অবরোধ করতে গেলে বাধা দেয় পুলিশ। তবে পুলিশের সঙ্গে কোনরকম বিবাদে জড়াতে দেখা গেল না বাম কর্মীদের। পরিবর্তে পুলিশের হাতে তাঁরা চকলেট তুলে দিলেন। তবে, সেখানে বাম কর্মী সমর্থকদের দেওয়া চকলেট নিতে অস্বীকার করেছে পুলিশ। আবার যশোর রোড অঞ্চলেও বাম কর্মী-সমর্থকরা অবরোধ করেছেন। পুলিশ তা তুলতে গেলে, তাদের হাতে চকলেট তুলে দিলেন বাম কর্মী সমর্থকরা। গোলাপ ফুলও তুলে দিলেন বাম কর্মী সমর্থকরা পুলিশের হাতে। তাঁরা জানালেন যে, পুলিশ তাঁদের লাঠিপেটা করেছে, কিন্তু পুলিশকে তাঁরা দিচ্ছেন চকলেট।

আবার বেশ কিছু স্থানে পথ অবরোধ করতে গিয়ে রাস্তায় ফুটবল খেলতে দেখা গেল বাম কর্মী সমর্থকদের। উত্তর ২৪ পরগনার অশোকনগর বিল্ডিং মোড়ে রাস্তায় বসে কাটাকুটি খেলতে দেখা গেলো বাম কর্মীদের। আবার, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাসপাতাল মোড়ে রাস্তায় বসে ক্যারম বোর্ড খেললেন বাম কর্মীরা। এভাবে বনধে বামদের গান্ধীগিরির বেনজির দৃশ্যের সাক্ষী রইলো রাজ্য।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!