এখন পড়ছেন
হোম > অন্যান্য > পুজো, শাস্ত্র ও ভাগ্য > আম বাঙালির চিন্তা বাড়িয়ে পুজোর মুখে কাঁটা, দুর্গাপূজা হবে কি হবে না দোটানায়, বাঙালি !

আম বাঙালির চিন্তা বাড়িয়ে পুজোর মুখে কাঁটা, দুর্গাপূজা হবে কি হবে না দোটানায়, বাঙালি !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন, ” কোনও ধর্ম বা ভগবান বলেনি, জীবনের ঝুঁকি নিয়ে জাঁকজমক করে উত্‍সব করতে হবে। তাই ঘরে বসেই উত্‍সব করুন।” করোনা সংক্রমনের কারণে বিভিন্ন রাজ্য তাদের বিভিন্ন ধর্মীয় উৎসব এবারের মতো বন্ধ রেখেছে। জনসমাগম ঘটলে করোনা ব্যাপক হারে ছড়িয়ে যাবার আশঙ্কা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সংক্রমণ কালেও কিছু বিধিনিষেধের শর্ত রেখে রাজ্যে দূর্গাপূজা করার অনুমতি দিয়েছিলেন পুজো উদ্যোক্তা ক্লাব গুলোকে। করোনা সংক্রমণ কালে উৎসবের আয়োজন করলে, করোনার সংক্রমণ যে বহুমাত্রায় বাড়তে পারে, সে বিষয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এবার করোনা সংক্রমণ কালে দুর্গা পূজার উৎসবকে কেন্দ্র করে মামলা করা হলো হাইকোর্টে। হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হলো বারোয়ারি দুর্গাপূজা বন্ধের দাবি জানিয়ে।

প্রসঙ্গত এ বছরের দুর্গাপূজায় লাগাম টানতে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই চিঠি দিয়েছিলেন রাজ্যের কিছু বিশিষ্ট চিকিৎসক। করোনা সংক্রমণ কালেও, যেহেতু রাজ্য সরকার পুজোর অনুমতি দিয়েছে, সে কারণে দুর্গাপূজায় কিছু কঠোর বিধি-নিষেধ জারির আবেদন জানিয়েছিলেন চিকিৎসকেরা। কারণ, রাজ্যে করোনার সংক্রমণকে কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। পুজো যত সামনে এগিয়ে আসছে ততই যেন বাড়ছে করোনার সংক্রমণ। করোনা সংক্রমনের ফলে আক্রান্ত ও মৃতের সংখ্যা রাজ্যে যেভাবে বাড়ছে, তাতে বিপদের গন্ধ পাচ্ছেন চিকিৎসকেরা। প্রসঙ্গত ইতিমধ্যেই মাত্রাছাড়া ভাবে করোনা সংক্রমনের ফলে সরকারি হাসপাতালে শুরু হয়েছে বেডের অভাব। এরপর যদি পুজোতে করোনা সংক্রমণ আরো ব্যাপক হারে বৃদ্ধি পায়, তবে অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। তা ভাবতেই শিউরে উঠছেন চিকিৎসকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত করোনা সংক্রমণ এর কারণে চলতি বছরে দূর্গাপূজার উৎসব বন্ধ রাখার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। অজয় কুমার দে নামে জনৈক ব্যক্তি এ বিষয়ে হাইকোর্টে মামলা করেছেন। তাঁর যুক্তি, কেরালা রাজ্যে ওনাম উৎসবের পর সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গতেও আড়ম্বরের সঙ্গে দূর্গা পূজার আয়োজন করা হলে ব্যাপক হারে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

এ বিষয়ে তিনি যুক্তি দিয়েছেন যে, করোনা সংক্রমনের কারণে মহারাষ্ট্র সরকার সম্প্রতি গণেশ পুজো, মহরমের মতো উৎসবকে সেরাজ্যে নিষিদ্ধ করেছে। সেখানে এই উৎসবগুলি পালনের কোন অনুমতি দেওয়া হয় নি। তাই পশ্চিমবঙ্গে এ বছর দুর্গাপূজা পালন বন্ধ করতে তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। এখন হাইকোর্ট এ বিষয়ে কি রায় দেয় সে দিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!