এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়কে সেফ হোম করার আর্জি পড়ুয়াদের

বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়কে সেফ হোম করার আর্জি পড়ুয়াদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ আছে রাজ্যের বহু শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে অন্যতম হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র প্রশাসনিক বিভাগ খোলা রয়েছে। এবার বর্ধিত করোনা পরিস্থিতির আবহে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে সেফহোম খোলার দাবি জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী। তাদের এই দাবিকে সাধুবাদ জানিয়েছেন একাধিক ব্যক্তি।

রাজ্যে করোনা সংক্রমণ যেভাবে বাড়তে শুরু করেছে। তাতে হাসপাতালে বেডের অভাব শুরু হয়েছে। সমস্যার মোকাবিলা করতে সেফহোম, কোয়ারেন্টাইন সেন্টার বাড়ানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। উপসর্গহীন করোনা রোগীদের সেফহোম, কোয়ারান্টিনে রেখে হাসপাতালের চাপ কমাবার নির্দেশ দেয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেফহোম খোলার আর্জি জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেফহোম করার দাবি জানিয়ে উপাচার্যকে চিঠি দিলেন একাধিক ছাত্র-ছাত্রী। তাঁরা জানালেন, বিশ্ববিদ্যালয়ের এসি ক্যান্টিন, গেস্টহাউস, হোস্টেলের মত জায়গা গুলিকে সেফহোম হিসেবে ব্যবহার করা হোক। প্রয়োজন হলে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক পড়ুয়ারা যেন এই সেফহোম ব্যবহার করতে পারেন। বিশ্ববিদ্যালয় উপাচার্য সুরঞ্জন দাসকে এ বিষয়ে চিঠি দিলেন তাঁরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যেহেতু বন্ধ রয়েছে, এ কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাসঘর, অব্যবহৃত ঘরে সেফহোম খোলা যেতেই পারে। আবার, করোনা বিষয়ে মানুষকে সাহায্যের জন্য একটি অ্যাপও তৈরি করেছেন এই বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। যার মাধ্যমে তারা সাড়া ফেলে দিয়েছেন সমাজে। ইতিপূর্বেও একাধিক সংকটের সময়ে এগিয়ে আসতে দেখা গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। এবারও তাঁরা বিশেষ ভূমিকা পালন করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!