এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বামেদের শেষদূর্গও গুঁড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ তৃণমূল মন্ত্রীর! পাল্টা পেলেন তৃতীয় হওয়ার হুঙ্কার

বামেদের শেষদূর্গও গুঁড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ তৃণমূল মন্ত্রীর! পাল্টা পেলেন তৃতীয় হওয়ার হুঙ্কার

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সাল হোক বা 2016 সাল, বিরোধীদের তৃণমূল কংগ্রেস খুব একটা মাথা তুলতে না দিলেও, শিলিগুড়ি কিন্তু বরাবর সিপিএমের দখলেই ছিল। এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র তৃণমূল দখল করার বহু চেষ্টা করলেও, লাভের লাভ কিছুই হয়নি। যেনতেন প্রকারে লোক 2021 এর বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র সিপিএমের কাছ থেকে নিজেদের হাতে নিয়ে আসতে চাইছে ঘাসফুল শিবির। আর সেই কারণে এখন শিলিগুড়ির বর্তমান বিধায়ক সিপিএমের অশোক রঞ্জন ভট্টাচার্যকে রীতিমত চ্যালেঞ্জ এবং কটাক্ষ করতে দেখা যাচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের।

ইতিমধ্যেই বঙ্গন্ধনী যাত্রা সহ বাড়ি বাড়ি ঘুরে দলীয় পতাকা লাগানো ইত্যাদি কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস এখানে নিজের সংগঠনের ব্যাপক প্রচার করতে শুরু করেছে। তবে এত কিছু করলেও, শেষ পর্যন্ত ভোটবাক্সে তাদের দিকে মানুষের সমর্থন আদৌ থাকবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে একাংশের। তবে কোনোমতেই এবার শিলিগুড়ি দখল থেকে মুখ ফিরিয়ে রাখতে নারাজ তৃণমূল কংগ্রেস। আর সেই কারণে এবার রীতিমত সিপিএম এবং অশোক রঞ্জন ভট্টাচার্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌতম দেব।

শিলিগুড়ি দখলের ব্যাপারে তারা যে এবার আত্মপ্রত্যয়ী, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন তিনি। পাল্টা শিলিগুড়ি সিপিএম বিধায়ক অশোক রঞ্জন ভট্টাচার্য বুঝিয়ে দিলেন, তৃণমূল এখানে তৃতীয় স্থান অধিকার করবে। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগেই বিধানসভা কেন্দ্রের ক্ষমতা দখল নিয়ে তৃণমূল এবং বামেদের মধ্যেকার এই তরজা এখন রীতিমত জমে উঠেছে শিলিগুড়িতে।

সূত্রের খবর, রবিবার ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “গত লোকসভা ভোটে এই শহরের অনেক বুথে শূন্য ভোট পেয়েছে সিপিএম। এমনকি তাদের বুথ এজেন্টরাও দলের প্রার্থীকে ভোট দেননি। এবার বিধানসভা নির্বাচনে তাদের বুথ এজেন্টরা দলীয় প্রার্থীকে ভোট দিক, এটা চাই। তবে এই নির্বাচনে শিলিগুড়িতে তৃণমূলের জয় নিশ্চিত।” তবে শিলিগুড়িতে জয়ের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা গৌতম দেব আত্মপ্রত্যয়ী হলেও, তাতে গুরুত্ব দিতে নারাজ সিপিএম। এদিন পাল্টা গৌতম দেবের বক্তব্যের চ্যালেঞ্জ করেছেন স্থানীয় বিধায়ক অশোক রঞ্জন ভট্টাচার্য।

ইতিমধ্যেই সংগঠনকে জোরদার করতে বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় ঝান্ডা লাগানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করতে শুরু করেছেন অশোকবাবু। এদিন তিনি বলেন, “তৃণমূল দলটার অস্তিত্ব বিলীন হতে বসেছে। প্রতিদিন ওদের নেতা, মন্ত্রী, বিধায়করা সামিল হচ্ছেন গেরুয়া শিবিরে। কাজেই ওই মন্ত্রীর বক্তব্য গুরুত্বহীন। শিলিগুড়ির মাটি বামফ্রন্টের আছে, আগামী দিনেও থাকবে। ওই মন্ত্রী বরঞ্চ নিজের আসন রক্ষা করার কথা ভাবুন। বিভিন্ন সংগঠনের রিপোর্ট অনুসারে এখানে বামফ্রন্টের অবস্থা ভাল রয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, তৃনমূল কংগ্রেসের কাছে সত্যিই একটা বড় চ্যালেঞ্জের বিষয়, শিলিগুড়ির ক্ষমতা দখল করা। কেননা গত 2011 সাল থেকে শুরু করে 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে ভালো ফল করলেও, শিলিগুড়ি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যেখানে রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রে বামেরা অপ্রাসঙ্গিক হয়ে পড়লেও, শিলিগুড়িতে সিপিএম প্রথম হয়ে গিয়েছিল। আর এই পরিস্থিতিতে লাল দুর্গতে ঘাসফুল ফোটাতে এবার রীতিমত উঠেপড়ে লেগেছে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী গৌতম দেব।

কিন্তু অতীতে বহু চেষ্টা করেও, তারা এই কেন্দ্রে জয়লাভ করতে পারেনি। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে যেভাবে জয়লাভ করার টার্গেট নিয়ে রীতিমত বিরোধী শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দিলেন হেভিওয়েট মন্ত্রী, তাতে শোরগোল পড়ে গিয়েছে। তবে তৃণমূলের চিন্তা কিছুটা হলেও বেড়েছে সিপিএম বিধায়ক অশোক রঞ্জন ভট্টাচার্যের কথায়। কোনোমতেই তৃণমূল এখানে জয়লাভ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তবে কি হবে, কারা শিলিগুড়ি দখল করবে, তা ভোটবাক্স খোলার পরই স্পষ্ট হয়ে যাবে। কিন্তু বর্তমানে দুই দলের দুই হেভিওয়েট রাজনৈতিক নেতার এই তরজা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!