আজ মনোনয়নেই নিজেদের শক্তি দেখিয়ে দিতে চান বনগাঁ- ব্যারাকপুরের দুই বিজেপি প্রার্থী নদীয়া-২৪ পরগনা রাজ্য April 17, 2019 প্রথমে তৃণমূল, মঙ্গলবার সিপিএম এবং অবশেষে আজ বুধবার নিজেদের মনোনয়নপত্র জমা দেবেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। জানা গেছে, মনোনয়নপত্রে বিজেপি তাদের চমক দেওয়ার জন্য বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জেলাশাসকের দপ্তরে উপস্থিত হবে। তবে শুধু বিজেপিই নয়, আজ ব্যারাকপুরের কংগ্রেস প্রার্থী মহম্মদ আলম এবং বনগাঁর কংগ্রেস প্রার্থী সৌরভ প্রসাদও তাদের মনোনয়নপত্র জমা করবেন বলে খবর। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রসঙ্গত, গত 10 এপ্রিল থেকে এই বনগাঁ এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মনোনয়ন পর্ব শুরু হয়েছে। যা আগামী 18 এপ্রিল পর্যন্ত চলবে। 12 এপ্রিল প্রথমে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর তাদের মনোনয়নপত্র জমা করেন। তারপরই গতকাল ব্যারাকপুর এবং বনগাঁর সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় ও অলোকেশ দাস তাদের মনোনয়নপত্র জমা করার পর আজ এই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থীরা তাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জেলাশাসকের দপ্তরে গিয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা করবেন বলে খবর। এদিকে গতকাল বামপন্থীদের এই মনোনয়নকে ঘিরে তীব্র যানজটের শিকার হয় গোটা শহর। আর বামেদের মিছিলকে টেক্কা দিতে এবার বনগাঁ এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন। আপনার মতামত জানান -