এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বঙ্গভঙ্গের দাবি তুলে দলকে কি বিপাকে ফেলে দিয়েছেন জন বার্লা? দলের বিশেষ পদক্ষেপে বাড়ছে জল্পনা

বঙ্গভঙ্গের দাবি তুলে দলকে কি বিপাকে ফেলে দিয়েছেন জন বার্লা? দলের বিশেষ পদক্ষেপে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাস দুয়েক আগে বিজেপি সাংসদ জন বার্লা বঙ্গভঙ্গের দাবি তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন যে, উত্তরবঙ্গকে একটি পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক। এটা করতে পারলেই উত্তরবঙ্গের প্রকৃত উন্নতি সম্ভব হবে। তাঁর এই দাবি দলকে যথেষ্ট অস্বস্তির মুখে ফেলে দিয়েছিল। দলের পক্ষ থেকে বারবার জানানো হয়েছিল যে, এটা তাঁর ব্যক্তিগত মতামত, বিজেপির পক্ষ থেকে কখনোই বঙ্গভঙ্গকে সমর্থন করা হয় না। এরপর এবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই উদ্দেশ্যে আসতে চলেছেন তিনি জলপাইগুড়িতে। সাংবাদিক বৈঠকেও যোগদান করতে পারেন বিজেপির রাজ্য সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে একাধিক অভিযোগে জড়িয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। যার মধ্যে অন্যতম হলো বানার হাটে বাজার ভবন তৈরির জমি নিয়ে তীব্র বিতর্ক, লক্ষ্মীপাড়া চা বাগানে বাড়ি ভাড়া নিয়ে বিতর্ক, এক আদিবাসী তরুণীও তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এর উপরে রয়েছে বঙ্গভঙ্গের দাবি। এই পরিস্থিতিতে এবার তাঁর সঙ্গে বৈঠক করতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই বৈঠকের পরে রয়েছে তাঁদের সাংবাদিক বৈঠক।

অনেকে মনে করছেন যে, একাধিক বিষয় নিয়ে অভিযোগ থাকার কারণে জেলা থেকে রিপোর্ট পাঠানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে। এই রিপোর্ট পাওয়ার পরই দ্রুত জলপাইগুড়িতে আসছেন বিজেপির রাজ্য সভাপতি। জেলা থেকে ফোন করে খবর দেওয়া হয়েছিল রাজ্য সভাপতিকে। তাকে জলপাইগুড়ি আসবার জন্য অনুরোধ করা হয়েছিল। এদিকে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী মাসখানেকের জন্য ছুটি নিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। তাঁর ছুটি বাতিল করে দিয়ে তাঁকে রাজ্য সভাপতির সঙ্গে দেখা করার নির্দেশ দেয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানা যাচ্ছে যে, জলপাইগুড়িতে বিজেপির কর্মসূচি নিয়েও খুব একটা সন্তুষ্ট নয় দল। এই সমস্ত বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

এদিকে, এবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেও দেখা করতে পারেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে নিয়েও বেশ কিছু অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে জলপাইগুড়ি, শিলিগুড়ি ঘোরাফেরা করেছেন তিনি ৪০০ জনকে নিয়ে। করোনা সংক্রমণ কালে ময়নাগুড়িতে তাঁর এক কর্মসূচি নিয়ে গণ্ডগোল বেঁধেছিল। ২৭১ জনকে পুলিশ গ্রেফতার করে। তাঁর কার্যকলাপ নিয়ে দলের একাংশ ক্ষুব্দ। বিশেষ করে একজন কেন্দ্রীয় মন্ত্রী হবার পরও স্বাস্থ্যবিধি অমান্য করে বিতর্ক বৃদ্ধি করাতে, অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এই সমস্ত ব্যাপার নিয়ে রাজ্য সভাপতির সঙ্গে আলোচনা করতে পারেন নিশীথ প্রামানিক। দলের প্রতি যাতে কোনো ভুল বার্তা না পৌছায় জনমানসে। এ কারণেই তড়িঘড়ি জলপাইগুড়িতে আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!