এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বনগা দখলে নয়া পদক্ষেপ তৃণমূলের, অস্বস্তি বাড়ছে বিজেপির! জেনে নিন বিস্তারিত!

বনগা দখলে নয়া পদক্ষেপ তৃণমূলের, অস্বস্তি বাড়ছে বিজেপির! জেনে নিন বিস্তারিত!

এতকাল উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই বিবেচিত ছিল সকলের কাছে। কিন্তু লোকসভা নির্বাচনে সেই উত্তর 24 পরগনা জেলার দুটি লোকসভা আসন তৃণমূল থেকে বিজেপির দখলে চলে যায়। তারপর বনগাঁ এবং ব্যারাকপুর বিজেপি দখল করে গোটা জেলা জুড়ে নিজেদের প্রভাব-প্রতিপত্তি বাড়াতে শুরু করে। ফলে কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে যায় ঘাসফুল শিবির।

কিন্তু বর্তমানে প্রবল ঘর ওয়াপসির কারণে সেই বিজেপি চরম বিপাকে পড়ে গিয়েছে। সূত্রের খবর, এবার বনগাঁ লোকসভা কেন্দ্রকে টার্গেট করে শাসক দল তৃণমূল বিজেপির প্রচুর নেতা কর্মীকে নিজেদের দলে যোগদান করাতে সক্ষম হল। জানা যায়, শনিবার দুপুরে বনগাঁ লোকসভা কেন্দ্রের 5 বিধানসভার নেতাদের নিয়ে গোবরডাঙ্গার তৃণমূল কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক নির্মল ঘোষ, পার্থ ভৌমিক, প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর, কার্যকরী সভাপতি নারায়ন গোস্বামী সহ অন্যান্যরা।

আর সেই বৈঠকের পরেই বিজেপি ছেড়ে প্রচুর নেতাকর্মীকে যোগ দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসে। আর বনগাঁ লোকসভা কেন্দ্র দখল করতে না পারলেও যেভাবে এখান থেকে প্রচুর নেতাকর্মী তাদের দলে যোগ দিয়েছে, তাতে কিছুটা হলেও উজ্জীবিত ঘাসফুল শিবির। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ব্যারাকপুর আমরা পুনরুদ্ধার করে ফেলেছি। বনগাঁ লোকসভা কেন্দ্রে এখন আমরা সাংগঠনিকভাবে ভালো জায়গায় রয়েছি। বিজেপির কফিনে পেরেক পোতা হয়ে গিয়েছে।” তবে জেলা তৃণমূল সভাপতি এই ব্যাপারে বিজেপিকে কটাক্ষ করলেও, তাতে গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বারাসাত জেলা বিজেপির সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল থেকে আসা কয়েকজন পদ না পেয়ে ফের তৃণমূলে ফিরে গিয়েছে। বিজেপি দলে পদ দিয়ে রাজনীতি হয় না। এতে দলের কোনো সাংগঠনিক সমস্যা হবে না। পৌরসভা ভোটে মানুষ তৃণমূলকে আবার জবাব দেবে।”

তবে বিজেপি নেতৃত্ব যে কথাই বলুন না কেন, রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, লোকসভা ভোটের উত্থানের পর বিজেপির যে অবস্থা ছিল, তা থেকে এখন তারা অনেকটাই কোণঠাসা। একেই এনআরসি সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

আর এবার যেভাবে উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রচুর বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন, তাতে আগামী দিন তৃণমূলের পক্ষে অত্যন্ত স্বস্তিজনক হচ্ছে বলেই দাবি বিশেষজ্ঞদের একাংশের। তবে গোটা পরিস্থিতি এখন কোথায় গিয়ে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!