এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বঙ্গ বিজেপির ওপরে নাখোশ আরএসএস, এবার থেকে শক্ত হতে পারে সংঘ পরিবারের নিয়ন্ত্রণ

বঙ্গ বিজেপির ওপরে নাখোশ আরএসএস, এবার থেকে শক্ত হতে পারে সংঘ পরিবারের নিয়ন্ত্রণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফলাফল হতাশ করেছে আরএসএসকে। দীর্ঘদিন ধরে বঙ্গ জয়ের স্বপ্ন রয়েছে বিজেপি, আরএসএস এর। এবার সেই স্বপ্ন সফল হবার সম্ভাবনা এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। যার ফলে বঙ্গ বিজেপির ওপর যথেষ্ট হতাশ আরএসএস। তাই একদিকে যেমন আরএসএস এর বেশ কিছু নেতা রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে আবার সংঘের কাজে মনোনিবেশ করতে পারেন, অন্যদিকে তেমনি রাজ্য বিজেপিতে নিয়ন্ত্রণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংঘ পরিবার।

নিজের নাম গোপন রেখে রাজ্য বিজেপির জনৈক নেতা জানিয়েছেন যে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেশকিছু নেতা রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন, আবার তাঁরা ফিরে আসতে পারেন সংঘের কাজে। আরএসএস থেকে বিজেপির দায়িত্ব নেওয়া বেশ কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ ও অসন্তুষ্টি রয়েছে। নিজের নাম গোপন রেখে সংঘ পরিবার থেকে উঠে আসা এক বিজেপি নেতা জানালেন, বেশ কিছু নেতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ থেকে সরে এসেছিলেন। তাঁরা নিজেদের হোলিয়ার দ্যান দাউ ভাবতে আরম্ভ করেছিলেন। এবার তাঁদের আবার সংঘের কাজে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর সঙ্গে সঙ্গেই রাজ্য বিজেপিতে সঙ্গে পরিবারের নিয়ন্ত্রণ শক্ত পোক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই উদ্দেশ্যে হেভিওয়েট আরএসএস নেতা বিদ্যুৎ মুখোপাধ্যায়কে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার সম্ভাবনা রয়েছে। রাজ্য বিজেপির কিছু গুরুত্বপূর্ণ পদ তৈরি হতে পারে, যে পদে আহরণ করতে পারেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। আবার বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সহ-সভাপতি শচীন্দ্রনাথ সিনহাকেও রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে আনা হতে পারে। আবার ড অনির্বাণ গাঙ্গুলীর মত বিদগ্ধ মানুষকে আগামীদিনে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হতে পারে।

এভাবে আগামী দিনে বেশকিছু রদবদল ঘটতে পারে রাজ্য বিজেপির। ইতিমধ্যে বিজেপির আদি নেতাদের গুরুত্বহীন করে, নব্য নেতাদের অধিক পরিমাণ প্রাধান্য দেয়া হয়েছিল বলে, অভিযোগ উঠেছিল বিজেপিতে। রাজ্য বিজেপিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ কিছুটা ফিকে হয়ে পড়েছিল, এমন অভিযোগও একাধিকবার উঠেছে। তাই সমস্ত কিছু খতিয়ে দেখে এবার রাজ্য বিজেপির উপরে নিয়ন্ত্রণ অধিক করার সিদ্ধান্ত নিয়েছে সংঘ পরিবার। পরাজয়ের ব্যর্থতা ভুলে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে গেরুয়া শিবির।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!