এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গজয়ের পর এবার কি লক্ষ ত্রিপুরা? পড়শি রাজ্যেও ঘাসফুল ঝড় তুলতে চলছে বড়োসড়ো প্রস্তুতি

বঙ্গজয়ের পর এবার কি লক্ষ ত্রিপুরা? পড়শি রাজ্যেও ঘাসফুল ঝড় তুলতে চলছে বড়োসড়ো প্রস্তুতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয়লাভের পর তৃণমূলের লক্ষ্য এবার পড়শী রাজ্য ত্রিপুরা। তাই সে রাজ্যে দ্রুত বিস্তারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরিয়ে এই রাজ্যের দখল নেওয়ার পরিকল্পনা করছে তৃণমূল। এ কারণে ত্রিপুরার সমস্ত জেলা থেকে বেশকিছু নেতা-নেত্রীকে, কর্মীকে আনা হবে কলকাতায়। যেখানেই ত্রিপুরা জয়ের আগামী পরিকল্পনা নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ত্রিপুরার দিকে ইতিমধ্যেই হাত বাড়িয়েছে তৃণমূল। আগামী লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরা দখল করতে পারলে বিজেপিকে একটা বড়সড় ধাক্কা দেওয়ার দেওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনের আগেই বিজেপি বিরোধী মুখ হিসেবে জাতীয় রাজনীতিতে বড়সড় জায়গা করে নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সবকিছুর কথা চিন্তা করেই ত্রিপুরায় তৃণমূল নিজের সংগঠনকে শক্তপোক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ কারণে আগামী মাসেই ত্রিপুরা থেকে এক প্রতিনিধিদল আসতে চলেছে কলকাতায়। জানা গেছে, ত্রিপুরার সমস্ত জেলা থেকে প্রতিনিধিদের আনা হবে। ছাত্র, যুব, মহিলা, তপশিলি, উপজাতি সহ বিভিন্ন সংগঠনের মানুষকে আনা হবে কলকাতায়। এ প্রসঙ্গে তৃণমূল নেতা আশিষ লাল সিং জানিয়েছেন, দলের সকলেই তাঁদের কাজের প্রশংসা করেছেন। তাঁদের সর্বস্তরের কর্মীরা এর ফলে উৎসাহিত। আগামী দিনে তাঁদের কি করনীয় হবে? তা বুঝতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করতে চলেছেন।

এদিকে একুশে জুলাই এর দিনে ত্রিপুরা জুড়ে বড়োসড়ো অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত ছিল তৃণমূলের। সেদিন আগরতলা সহ বিভিন্ন স্থানে জায়েন্ট স্ক্রিন বসিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাবার কথা ছিল। কিন্তু জেলাশাসকের পক্ষ থেকে তার অনুমতি মেলেনি। তাই সেকাজ করা সম্ভব হয়নি। এছাড়া ত্রিপুরাতে বেলা দুটো থেকে কার্ফু জারি করা হয় করোনা সংক্রমণের কারণে। এ কারণে উৎসব পালনে সক্ষম হতে পারেনি তৃণমূল। তবে, একুশে জুলাই পালনে অক্ষম হলেও, হার মেনে নিতে রাজি নয় তৃণমূল। বিজেপিকে বড়সর ধাক্কা দেবার সিদ্ধান্ত রয়েছে তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!