এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বঙ্গ রাজনীতিতে নক্ষত্র পতন,চলে গেলেন সকলের প্রিয় সুব্রতদা,কি বক্তব্য রাজনীতির কারবারীদের?

বঙ্গ রাজনীতিতে নক্ষত্র পতন,চলে গেলেন সকলের প্রিয় সুব্রতদা,কি বক্তব্য রাজনীতির কারবারীদের?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীপাবলির রাতে বঙ্গ রাজনীতিতে নক্ষত্র পতন, লোকান্তরিত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ৫০ বছর ধরে রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়ালেন রাজ্যের এই মন্ত্রী। তাঁর অকস্মাৎ মৃত্যুতে বঙ্গ রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া। শাসক-বিরোধী সমস্ত পক্ষই শোকস্তব্ধ।

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর জীবনে অনেক দূর্যোগ তিনি দেখেছেন। কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু তার কাছে অনেক অনেক বড় একটি দুর্যোগ। তাঁর মত এত কর্মঠ, এত দলের প্রতি অন্তপ্রাণ, আর কেউ হবে কিনা? সন্দেহ আছে। গোয়া থেকে ফিরেই হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেদিন তাঁর সঙ্গে কথা হয়েছিল। তিনি হেসে বলেছিলেন, আবার তিনি জেলায় জেলায় যাবেন। তারপর হঠাৎ বিরাট অ্যাটাক। ডাক্তাররা চেষ্টা করেও পারেন নি।

প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, দলের দীর্ঘমেয়াদি সহকর্মী, দলের প্রবীণ সদস্য ও বড় দাদা সুব্রত মুখোপাধ্যায় এর মৃত্যুতে তিনি শোকাহত। তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন তিনি। শান্তিতে থাকুন সুব্রতদা। তাকে ভীষণ মিস করবেন তিনি। তাঁর মৃত্যুতে তারা মর্মাহত। এই ক্ষতি জীবনে পূরণ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও ভেঙে পড়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এ প্রসঙ্গে জানালেন, তার মৃত্যু একটা বড় ক্ষতি। বাংলা তথা ভারতীয় রাজনীতির এটা একটা বড় ক্ষতি। দীর্ঘদিন ধরে কাজ করেছেন। ছাত্র পরিষদ করার সময় তার নেতৃত্বেই তিনি কাজ করেছেন। অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানালেন, সুব্রত মুখোপাধ্যায় ছিলেন রাজনৈতিক মাহীরুহের মতো। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে তাঁরা গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছেন তিনি।

বিজেপি নেতা দিলীপ ঘোষ জানালেন, প্রবীণ জননেতা, সফল রাজনীতিবিদ, প্রাক্তন মেয়র, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাহত তিনি। তাঁর বিদেহী আত্মার সদ্গতি কামনা করছেন তিনি।

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়ানে শোক জ্ঞাপন করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। এ প্রসঙ্গে তিনি জানালেন, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। বঙ্গ রাজনীতির এক বর্ণময় চরিত্র। রাজনীতির পুরোনো ঘরানার মানুষ তিনি। বিশিষ্ট নেতা চলে গেলেন, না ফেরার দেশে। রেখে গেলেন অজস্র স্মৃতি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন যে, বাংলার রাজনীতির একটা জেনারেশন শেষ হয়ে গেল। শত প্রতিকূলতার মধ্যে হাসিখুশি রাখার গুণাবলী ছিল তার মধ্যে। সুব্রত মুখোপাধ্যায়ের রাজনৈতিক বিচক্ষণতা অভাবনীয় ছিল। তাঁর মৃত্যু খুবই দুঃখ জনক। তাঁর আত্মার শান্তি কামনা করছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!