এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পাখির চোখ বিধানসভা নির্বাচন, ২০২১ এর আগে দক্ষিনেশ্বরে অমিত শাহ, মোদির বন্দনা

পাখির চোখ বিধানসভা নির্বাচন, ২০২১ এর আগে দক্ষিনেশ্বরে অমিত শাহ, মোদির বন্দনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলার সফরে অমিত শাহের সফরে কাল তিনি রওনা দিয়েছিলেন বাঁকুড়ার উদ্দেশ্যে। কাল সকাল দশটায় সেখানে যাওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে ওঠেন তিনি। সেইসঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজ আদিবাসী পরিবারের ঘরেই সারেন বলে জানা গেছে।

তবে এরপর রবীন্দ্রভবনে রাঢ়বঙ্গের সাংগঠনিক জেলাগুলির বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বলেও জানা যায়। বস্তুত, বুধবার থেকে আজ পর্যন্ত অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে বঙ্গে। বাঁকুড়া থেকে ফিরে বৈঠক করা ছাড়াও আজ দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহের। সেখান থেকে তাঁর যাওয়ার কথা পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে।

সেখানে তাঁর সঙ্গে আলাপচারিতার পরে তাঁর যাওয়ার কথা রয়েছে বিধাননগরের ইউজেডসিসিতে। এরপর কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে দলীয়নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গেছে। সেই সঙ্গে আজ বিকেলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এরই মধ্যে আজ সকল থেকে কি কি করলেন তিনি? জেনে নিন এক নজরে।

সকাল ৮:৫৫- জানা গেল দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের গতকালের বাঁকুড়া সফরের পরেই কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ-এর দুই ব্যাটালিয়নের মোট ১৪ কোম্পানি পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে সরে যাচ্ছে।

সকাল ১০:৪০ থেকে ১০:৪৩- নিউটাউনের হোটেল থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা হন অমিত শাহ। সেখানে বাঙালি সাজে অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন অগ্নিমিত্রা পল-সহ মহিলা মোর্চার সদস্যরা। সেইসঙ্গে নিরাপত্তার স্বার্থে আপাতত দক্ষিণেশ্বরে দর্শনার্থীদের প্রবেশ করা হয়েছে বলে জানা গেছে।

সকাল ১০:৫৯ থেকে ১১:১৪- দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছন অমিত শাহ। সেইসঙ্গে তাঁর সঙ্গে দেখা যায় মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, অনুপম হাজরা-সহ আরও অনেককে। ১১:১২ নাগাদ সেখানে পুজো দেন তিনি। সেখান থেকেই অমিত শাহের মন্তব্য শোনা যায়।

এরপর অমিত শাহ বলেন, ‘বাংলাবাসীকে বলব একজোট হয়ে দায়িত্বপালন করুন। মা কালীর কাছে গোটা দেশ তথা বাংলার মঙ্গল কামনা করেছি। মোদির নেতৃত্বে দেশ এক নম্বরে পৌঁছক তাই চাই।’ তবে তাই নয়, এর সঙ্গে তাঁর বাংলায় আজ একাধিক কর্মসূচি রয়েছে, এরপর সেগুলি তিনি কিভাবে পালন করেন, এখন সেটাই দেখা অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!