এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাড়ছে রাজনীতির পারদ

বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাড়ছে রাজনীতির পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল রাতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মেদিনীপুরে সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করেই জমছে রাজনৈতিক পারদ। শুভেন্দু অধিকারী সহ একঝাঁক নেতার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা ব্যাপকভাবে বাড়ছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভার দিকে দৃষ্টি সকলের।

গতকাল রাতে কলকাতায় পৌঁছাবার পর নিউটনের একটি হোটেলে নিশিযাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল কলকাতায় পৌঁছে একেবারে বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ”কলকাতায় পৌঁছলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহামানবের এই পুণ্যভূমিকে শতকোটি প্রণাম জানাই। ”

আজ সারাদিন ধরে বহু কর্মসূচি পালন করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সকালেই এই হোটেলে এনআইএ কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। বৈঠক শেষে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেতে যেতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে মেদিনীপুর যেতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ মেদিনীপুরে যাবার পর সর্বপ্রথম তিনি সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে চলেছেন। এরপর মেদিনীপুর শহরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে করবেন মাল্যদান। এরপর হবিবপুরে ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতেও যাবেন তিনি। এরপর মেদিনীপুরের কর্ণগড়ে দেবী মহামায়ার মন্দিরে পুজো দিতে চলেছেন তিনি।

গত বছরের মতো এবারও তিনি মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে জনৈক কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজন করতে চলেছেন। বালিঝুড়ি গ্রামের জনৈক কৃষক সনাতন সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবেশন করা হবে স্যালাড, ভাত, রুটি, পোস্ত দিয়ে খসলা শাক, লাউ দিয়ে মুগ ডাল, শুক্তো, ঢেঁড়স, উচ্ছে ,পটল ভাজা, ফুলকপির তরকারি, টক দই, মিষ্টি, পাঁপড়, চাটনি। জানা গেছে মাটির থালার উপর কলাপাতায় খেতে দেয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মধ্যাহ্নভোজন শেষে আজ দুপুর আড়াইটার সময় মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর এই জনসভাকে ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক মহলে। যেখানে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা ক্রমশ বাড়ছে শুভেন্দু অধিকারী সহ একঝাঁক হেভিওয়েটের। সভার পর আজ বিকেলে মেদিনীপুর থেকে হেলিকপ্টারে কলকাতা ফিরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতে রাজ্য বিজেপির একাধিক নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা তাঁর।

আগামীকাল রবিবার বিশ্বভারতীতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১০:৫০ মিনিটে হেলিকপ্টারে তিনি বীরভূম যাবেন। এগারোটায় যোগ দেবেন বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে বিশেষ অনুষ্ঠানে। আগামীকাল দুপুর একটায় বীরভূমের পারুলডাঙ্গাতে জনৈক বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজে করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর দুটো থেকে চারটে পর্যন্ত চলবে স্বরাষ্ট্রমন্ত্রীর রোডশো, হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত। এরপর তাঁর সাংবাদিক বৈঠক। সাংবাদিক বৈঠক শেষে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে বিমান যাত্রা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। গত মাসের বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের ২০০ টি বিধানসভা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। এবারের বঙ্গ সফরে কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটবে কিনা? সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!