এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার উন্নয়নে অবাঙালিদের অবদান বেশি? বহিরাগত ইস্যুতে বেলাগাম দিলীপের বক্তব্য ঘিরে তুলকালাম

বাংলার উন্নয়নে অবাঙালিদের অবদান বেশি? বহিরাগত ইস্যুতে বেলাগাম দিলীপের বক্তব্য ঘিরে তুলকালাম


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে শাসক-বিরোধী তরজা বাড়তে শুরু করেছে। তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়, বিজেপি বাংলা বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত। শুধু তাই নয়, বিজেপি বাংলা দখল করতে বাইরের নেতাদের নিয়ে আসছে বলে অভিযোগ করে রাজ্যের শাসক দল। তবে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার প্রতি নানা পদক্ষেপ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তারা বাংলার সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।

তবে এই পরিস্থিতিতে এবার অবাঙালি ইস্যুতে মুখ খুলে বিতর্ক বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যার ফলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে। সূত্রের খবর, এদিন দিলীপ ঘোষ বলেন, “ব্রিটিশ আমলে থেকে রোজগারের জন্য বাইরের মানুষ বাংলায় এসেছেন। গঙ্গার পাড়ে জুটমিলে বেশিরভাগ বাংলার বাইরের মানুষ কাজ করতেন। বাংলার যা উন্নয়ন হয়েছে, তাতে বাঙালিদের থেকে অবাঙালিদের অবদান বেশি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধুতি পাঞ্জাবি পড়ে ভার্চুয়ালের মধ্য দিয়ে বাংলার বেশ কিছু পুজোর উদ্বোধন করেন। যা দেখে তৃনমূলের অনেকেই কটাক্ষ করতে শুরু করেছিলেন। তাদের বক্তব্য ছিল, নির্বাচনের আগে বাংলার ভাবাবেগ আদায় করতে বিজেপি এই ধরনের চেষ্টা করছে। আর এবার অবাঙালি ইস্যুতে মন্তব্য করে দিলীপ ঘোষ বাঙালিদের অপমানিত করলেন বলেই দাবি সমালোচক মহলের। আর এখানেই একাংশ বলছেন, যখন বিজেপি নিজেদের বাংলাদরদী হিসেবে তুলে ধরতে ব্যস্ত, তখন কেন দিলীপ ঘোষ একথা বলে সেই বাঙালিদের ছোটো করলেন! এর ফলে তো তৃনমূল বিজেপি বিরোধীতার নতুন অস্ত্র পেয়ে গেল বলেই মত পর্যবেক্ষকদের।

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে বিজেপিকে কোনঠাসা করে দিয়েছিল শাসকদল। তবে বর্তমানে বিজেপির পক্ষ থেকে বাংলার নির্বাচনকে পাখির চোখ করে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যা আগামী বিধানসভা নির্বাচনের আগে বাংলার মানুষের মন জয় করার অন্যতম পদক্ষেপ বলেই দাবি বিশেষজ্ঞদের।

কিন্তু এর মাঝেই দিলীপ ঘোষের “বাংলার উন্নয়নে বাঙালীদের অবদান নেই” বলে মন্তব্য করে দ্বিগুণ ভাবে বিতর্ক তৈরি করলেন। যার জেরে ভারতীয় জনতা পার্টিকে অনেকটাই অস্বস্তির মুখে পড়তে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে নির্বাচনের আগে দিলীপ ঘোষের এই মন্তব্য বিজেপি নেতৃত্বের অস্বস্তি কতটা বাড়িয়ে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!