এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাংলায় এসেই বদলে যায় নাম” কেন্দ্রীয় প্রকল্প নিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে সরব শুভেন্দু!

“বাংলায় এসেই বদলে যায় নাম” কেন্দ্রীয় প্রকল্প নিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে সরব শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের নাম করে চালানো হচ্ছে। এমনকি এই গোটা বিষয়কে কেন্দ্র করে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ব্যাপক দ্বৈরথ তৈরি হতে দেখা যায়। আর এই পরিস্থিতিতে গরিব কল্যাণ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ফের আরও একবার রাজ্যের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন গরিব কল্যাণ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। আর সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রকল্প এবং স্টিকার পাঠানো হচ্ছে, রাজ্যে এসে তার নাম পরিবর্তন হয়ে যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম হয়ে যায় বাংলা আবাস যোজনা।” স্বভাবতই শুভেন্দু অধিকারী যে এই কথা বলে রাজ্যের চাপ আরও বাড়িয়ে দিলেন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!