এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বাংলা কি করোনা আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রকেও ছাড়িয়ে যাবে? জল্পনা বাড়ালেন হেভিওয়েট নেতা

বাংলা কি করোনা আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রকেও ছাড়িয়ে যাবে? জল্পনা বাড়ালেন হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে, ততই করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে। বর্তমানে বাংলায় তা ভয়াবহ আকার ধারণ করেছে। দিনকে দিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে উষ্মা প্রকাশ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।বাংলার পরিস্থিতি ধীরে ধীরে মহারাষ্ট্রের পরিস্থিতিকেও ছাপিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল এই বিজেপি নেতাকে। সূত্রের খবর, এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সাংগঠনিক বৈঠক করতে এসেছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

বালুরঘাট থেকে বৈঠক সেরে বেরিয়ে যাওয়ার সময় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সায়ন্তন বসু বলেন, “করোনায় কারও মৃত্যু হয়েছে এমনটা বলা যাবে না। ডেঙ্গুর মতো ঘটনার প্রকৃত তথ্য শুরু করে লুকোনোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতার সরকার প্রকৃত তথ্য যাতে কোনোভাবে প্রকাশ না পায়, সেই মতলবে তিনি অডিট কমিটি করেছিলেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। কারণ সেখানে টেস্ট বেশি করে করা হচ্ছে। যা এরাজ্যে একেবারেই করানো হচ্ছে না। কারণ মুখ্যমন্ত্রী ভেবেছেন যে, টেস্ট করানোর মাধ্যমে আক্রান্তের সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় কম দেখিয়ে বাহবা কুড়াতে গিয়ে রাজ্যের মানুষকে মৃত্যু খাদের কিনারায় নিয়ে গেছেন। এভাবে যদি সবার টেস্ট করানো হত, তাহলে দেখা যেত, অনেকদিন আগেই মহারাষ্ট্রকে আক্রান্তের সংখ্যায় পেছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ সায়ন্তন বসু নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে, পশ্চিমবঙ্গে করোনা আক্রন্তের সংখ্যা মহারাষ্ট্রকেও ছাপিয়ে যাবে। কিন্তু আক্রান্তের সংখ্যা চেপে যাওয়া হচ্ছছ বলে সরব হতে দেখা গেল‌ তাকে। বিশেষজ্ঞরা বলছেন, এখন শাসক থেকে‌ বিরোধী প্রত্যেকের কাছেই প্রধান অস্ত্র করোনা পরিস্থিতি। তাই বর্তমান পরিস্থিতিতে করোনা বৃদ্ধির কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় ফেলে কার্যত তৃনমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন‌ সায়ন্তন বসু বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!