এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলায় ভরাডুবির পর এবার কি এই রাজ্যেও ক্ষমতা হারাতে চলেছে বিজেপি! দলত্যাগের হিড়িক নিয়ে জল্পনা!

বাংলায় ভরাডুবির পর এবার কি এই রাজ্যেও ক্ষমতা হারাতে চলেছে বিজেপি! দলত্যাগের হিড়িক নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   যত দিন যাচ্ছে, ততই ত্রিপুরাতে সরকার রক্ষা করা নিয়ে আশঙ্কার মেঘ দানা বাধতে শুরু করেছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। বর্তমানে ত্রিপুরায় বিজেপি এবং আইপিএফটির মধ্যে জোট সরকার রয়েছে। কিন্তু সম্প্রতি আইপিএফটির বিধায়ক বৃষকেতু দেববর্মা নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে একটি চিঠি বিধানসভার অধ্যক্ষকে পাঠিয়ে দিয়েছেন‌। যদিও বা তার সেই ইস্তফাপত্র এখনও পর্যন্ত গ্রহণ করা হয়নি। স্বাভাবিকভাবেই হঠাৎ করে জোট সরকারের অন্যতম শরিক আইপিএফটির বিধায়ক কেন তার বিধায়ক পদ ইস্তফা দিলেন, এটাই অনেকের কাছে বড় প্রশ্নেরচিহ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অনেকে বলতে শুরু করেছেন, কিছুদিন আগেই বিজেপির হেভিওয়েট নেতা মুকুল রায় বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আর তারপরই ত্রিপুরা বিজেপিতে ভাঙনের আশঙ্কা করা হয়েছে। মুকুলবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সুদীপ রায় বর্মনের মত গুরুত্বপূর্ণ নেতা এবং তার অনুগত একাধিক বিধায়ক দলবদল করতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছিল। আর তার মাঝেই ত্রিপুরায় বিজেপির অন্যতম শরিক আইপিএফটির বিধায়কের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ঘটনা ক্রমশ চাপ বাড়াতে শুরু করেছে সেখানকার শাসকদলের মধ্যে।

এদিকে বৃষকেতু দেববর্মা বিধায়ক পদে ইস্তফা দেওয়ার সাথে সাথেই তিনি নতুন দলে যোগদান করতে পারেন বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে অনেকটাই চাপে পড়ে যেতে পারে আইপিএফটি। তবে এক্ষেত্রে বিজেপির আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই মনে করা হচ্ছে। কেননা বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে আলোচনা করেই আইপিএফটির বিধায়ক তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে নতুন দলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বা এই ব্যাপারে কিছুই বলেননি তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে অনেকে বলছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট নাও হতে পারে আইপিএফটির। তাই এখন থেকেই নিজের পথ প্রশস্ত করতে আইপিএফটির সঙ্গে সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ করার জন্যই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বৃষকেতু দেববর্মা। তবে তিনি বিধায়ক পদে ইস্তফা দেওয়ার সাথে সাথেই তার পথ ধরে আরও অনেকে এই কাজের শামিল হতে পারেন বলেই মনে করা হচ্ছে। আর এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ত্রিপুরার শাসক দলের কাছে।

পর্যবেক্ষকদের মতে, ত্রিপুরাতে এমনিতেই ব্যাপক চাপে রয়েছে শাসকদল। সুদীপ রায় বর্মন সহ একাধিক বিধায়ক বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে তার মাঝেই নিজেদের ঘর সামলাতে একাধিকবার বৈঠক করতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু এই পরিস্থিতিতে জোট সরকারে থাকা আইপিএফটি বিধায়কের ইস্তফা এবং তার পরবর্তী সিদ্ধান্ত নিয়েই এখন গুঞ্জন ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে। তবে বৃষকেতু দেববর্মার হাত ধরেই আগামী দিনে আরও কোনো বিধায়ক এরকম সিদ্ধান্ত নেন কিনা এবং তার ফলে কতটা চাপে পড়ে ত্রিপুরা সরকার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!