এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাঙালি আবেগ আরও উস্কে দিয়ে মহাষ্টমীর মহামন্ত্রেই বাজিমাত প্রধানমন্ত্রী মোদীর? শুরু জল্পনা

বাঙালি আবেগ আরও উস্কে দিয়ে মহাষ্টমীর মহামন্ত্রেই বাজিমাত প্রধানমন্ত্রী মোদীর? শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুজোর মধ্য দিয়ে বাঙালির মন চায় করতে তৎপর ভারতীয় জনতা পার্টি‌। যখন বিজেপিকে বাংলা বিদ্বেষী দল বলে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই দুর্গাপুজোর উদ্বোধনে ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন। বাংলা ভাষা নিয়ে তার বক্তব্য শুরু করে তৃণমূলের বিরোধীতাকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছেন ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান। আর মহাষষ্ঠীতে বক্তব্যের পর এবার টুইট করে রাজ্যবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা কার্যত সকলের নজর কাড়তে শুরু করেছে।

বস্তুত, মহাষ্টমীর দিন বঙ্গবাসীকে পূজার শুভেচ্ছা জানানোর সময় বাংলায় নিজের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে বাংলায় ভাষণ দিয়ে বঙ্গবাসীর আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। যা দেখে অনেকটাই উজ্জীবিত হয়ে ছিলেন বাংলার জনসাধারণ। আর এবার টুইট করে বঙ্গবাসীকে মহাষ্টমী শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী আরও বেশি করে বাংলার আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, প্রধানমন্ত্রী এই টুইট করেছেন কারণ সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। তাই তার আগে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে যেভাবে বাংলা বিদ্বেষী দল বলে অভিযোগ করা হচ্ছিল, সেই অভিযোগকে নস্যাৎ করতেই বাংলার উৎসবে নিজেকে সংযুক্ত করে প্রধানমন্ত্রী বার্তা দেওয়ার চেষ্টা করলেন, বিজেপি সব সময় বঙ্গবাসীর পাশে রয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সামনের 2021 এর বিধানসভা নির্বাচনকে বিজেপি টার্গেট করেছে। তার আগে প্রধানমন্ত্রীকে ময়দানে নামিয়ে দূর্গাপূজার শুভেচ্ছা দিয়ে বাংলার মানুষের জনমত নিজেদের দিকে আনার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। আর মহা ষষ্ঠীর পর মহাষ্টমীর দিন যেভাবে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, তাতে তৃণমূল অনেকটাই বিড়ম্বনায় পড়বে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে পরপর প্রধানমন্ত্রীর বঙ্গবাসীকে শারদ উৎসবের শুভেচ্ছা আগামীদিনে বঙ্গ রাজনীতিতে কি প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!