এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভা নির্বাচনের আগে বাংলায় কি কি পরিবর্তন আনতে চলেছে নির্বাচন কমিশন? জানুন বিস্তারিত

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় কি কি পরিবর্তন আনতে চলেছে নির্বাচন কমিশন? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বিহারে ইতিমধ্যেই বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে শান্তিপূর্ণ ভোট হতেই দেখা গিয়েছিল। কিন্তু সেরকমটা যে বাংলার ক্ষেত্রেও হবে, সেটা আশা রাখছেন না অনেক বিশ্লেষকই। তার কারণ বাংলায় ভোট মানেই যে সংঘাত, সেই কথাই বলেছেন তাঁরা।

আর তাই বিধানসভা ভোটের আগে থেকেই পশ্চিমবঙ্গে ভোট প্রস্তুতির কাজ শুরু করতে দেখা গেল নির্বাচন কমিশনকে। আর সেক্ষেত্রে আইনশৃঙ্খলার ক্ষেত্রে যে সমস্ত বুথগুলি সমস্যা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে, সেগুলির ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছে বলেই জানা গেছে। সেই সঙ্গে বিভিন্ন জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কাজ করতে নির্বাচন কমিশন থেকে তাদের কাছে নির্দেশ পৌঁছে গেছে।

আর সেই সঙ্গে সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন কমিশন। বস্তুত, ভোট প্রস্তুতির অন্যতম অঙ্গ হিসেবে আইনশৃঙ্খলার ক্ষেত্রে যে বুথগুলি সমস্যা সৃষ্টি করতে পারে, সেগুলিকে আলাদা করে নজর করা হয়। আর এক্ষেত্রে সেইসব বুথের ক্ষেত্রে ভোটের দিন বা তার আগে-পরে কোনও অশান্তি হয়েছে কি না, সেই তথ্য খেয়াল রাখা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে সেক্ষেত্রে যখন অশান্তি হয়েছিল তখন কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, ওই অশান্তির প্রভাব ভোটের ক্ষেত্রে কতটা পড়েছিল—এইসব নির্বাচন কমিশনের নির্দেশিত ‘ম্যাপিং’য়ের আওতায় নজর রাখা হয় বলে জানা যায়। সেইসঙ্গে শেষ কয়েকটি নির্বাচনে কোন বুথে কোথায় বেশি ভোট পড়েছে, কোথায় কম ভোট পড়েছে, সেই হিসাবও জেলা প্রশাসনকে নির্বাচন কমিশনের কাছে দিতে হবে বলেই জানা গেছে।

তবে তার সঙ্গে কোন বুথে ভোটারদের জন্য কতটা সুবিধা রয়েছে, তা-ও জানা বাধ্যতামূলক বলেই জানা গেছে। সেক্ষেত্রে বুথে পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, বিশেষ চাহিদাসম্পন্ন বা বয়স্ক ভোটারদের জন্য র‌্যাম্প আছে কি না, বা সেগুলি থাকলেও সেগুলির অবস্থা কীরকম, শৌচাগার আছে কি না, এ সব জেনে জেলা প্রশাসনকে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হচ্ছে বলেও জানা গেছে।

তবে ভালো বিষয় এই যে ইতিমধ্যেই সেই রিপোর্ট প্রস্তুতও হয়ে গেছে বলে বিভিন্ন জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন। তবে এই কাজে এত তাড়াহুড়ো করার কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছে যে, করোনা পরিস্থিতির কারণে ভোট প্রস্তুতির কাজ কিছুটা বাধা পেয়েছে। তাই প্রস্তুতির জন্য আর বেশি সময় দেওয়া সম্ভব নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরির নির্বাচন হওয়ার কথা। তাই দেখতে গেলে নির্ধারিত সময়ে সব কিছু করতে হলে প্রস্তুতির সময় ক্রমশ কমে আসছে। তাই দ্রুততার সঙ্গেই সব শেষ করতে বলা হয়েছে। কারণ, রাজ্য বা জেলা প্রশাসন থেকে রিপোর্ট না এলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা যাবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!