এখন পড়ছেন
হোম > রাজ্য > বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাখ্যান অমর্ত্য সেনের, কারণ ঘিরে তুঙ্গে জল্পনা!

বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাখ্যান অমর্ত্য সেনের, কারণ ঘিরে তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট –সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হবে। ইতিমধ্যেই একাধিক বিশিষ্টজনেদের এই সম্মান গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যার মধ্যে রয়েছেন বিশিষ্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কিন্তু হঠাৎ করেই তিনি এই সম্মান গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছে তার পরিবার। যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে জল্পনা।

সূত্রের খবর, এদিন অমর্ত্য সেনের পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে একটি বার্তা পৌঁছে দেওয়া হয়। যেখানে জানিয়ে দেওয়া হয়, বর্তমানে বিদেশে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তাই এখন তিনি দেশে ফিরছেন না। তবে কেন তিনি এই পুরস্কার গ্রহণ করছেন না, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। অনেকে বলছেন, সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আর তারপরেই বঙ্গবিভূষণ সম্মান প্রত্যেককে প্রত্যাখ্যান করার আবেদন জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সেদিক থেকে অমর্ত্য সেনের পরিবার এই বঙ্গবিভূষণ সম্মান গ্রহণ না করার বিষয়টি উল্লেখ করার কারনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!