এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গে ভোট রঙ্গ! আজ কে? কোথায়? ঝড় তুলবেন প্রচারে? জেনে নিন

বঙ্গে ভোট রঙ্গ! আজ কে? কোথায়? ঝড় তুলবেন প্রচারে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হলো, এবার তৃতীয় দফার প্রচারে আজ রাজ্যে আসতে চলেছেন একাধিক হেভিওয়েট। আজ একাধিক হেভিওয়েটের প্রচারে জমে উঠবে রাজ্য রাজনীতি। আজ ভোটের প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আবার, আজ চারটি জনসভা ও একটি রোডশোয়ে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জনসভা ও রোডশো করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ তৃতীয় দফার ভোটের প্রচারে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তারকেশ্বরে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর হয়ে প্রচার করবেন প্রধানমন্ত্রী। আবার, আজ বিকেলে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে জনসভায় অংশ গ্রহণ করবেন তিনি। আবার আজ রাজ্যে আসতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ হাওড়ার উলুবেড়িয়ায় ও সালকিয়ায়তে রোডশোয়ে অংশগ্রহণ করতে চলেছেন তিনি। আবার, দক্ষিণ ২৪ পরগনার ফলতা, কুলতলিতে জনসভায় অংশগ্রহণ করতে চলেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আজ চারটি জনসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর হাওড়ার কাজিপাড়া থেকে সম্মিলনী পার্ক পর্যন্ত রোডশোতে অংশগ্রহণ করবেন তিনি। আজ তারকেশ্বরের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী উভয়েরই জনসভা রয়েছে।

আবার, আজ হুগলি, বেহালায় নির্বাচনী প্রচার করতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলির ধনেখালিতে জনসভা করবেন তিনি। এরপর আরামবাগে রোডশোয়ে অংশগ্রহণ করবেন তিনি। আজ আরামবাগের পল্লীশ্রী থেকে গৌরহাটি মোড় পর্যন্ত তিনি রোডশো করবেন। এরপর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পর্ণশ্রীতে জনসভায় অংশগ্রহণ করবেন তিনি।

অর্থাৎ আজ একাধিক হেভিওয়েটের প্রচারে জমে উঠবে রাজ্য রাজনীতি মহল। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসন ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। এজন্য রাজ্যে প্রচারে বারবার আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে, রাজ্যের শাসন ক্ষমতা ধরে রাখতে তীব্র ভাবে সচেষ্ট রাজ্যের শাসক দল তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!