এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গে গেরুয়া ঝড় তুলতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপি

বঙ্গে গেরুয়া ঝড় তুলতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ২০০টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মসনদ দখলে একেবারে উঠে পড়ে লেগেছে বিজেপি। আর নির্বাচনে সাফল্য আনতে গেলে নির্বাচনী প্রচার জোরদার ভাবে চালাতে হবে। যা বিলক্ষণ বুঝতে পেরেছে বিজেপি। এই পরিস্থিতিতে হাইভোল্টেজ নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে ৪০ জন তারকা প্রচারককে নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি। তারকা প্রচারকদের মধ্যে সর্বাগ্রে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৪০ জন তারকা প্রচারককে নিয়ে রাজনীতির ময়দানে ঝড় তুলতে চলেছে বিজেপি । প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা, আবার বেশ কিছু অভিনয় জগতের ব্যক্তিত্ব আছেন এই তালিকায়।
ইতিপূর্বে, বিজেপি সিদ্ধান্ত নিয়েছিল যে, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে প্রধান মুখ করে প্রচারের নামানো হবে। তাই ৪০ জনের তালিকাতে সবার আগে নাম আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আবার, পাঁচটি রাজ্যের রাজ্যের বিধানসভা নির্বাচনেই প্রচারে যেতে যেতে হবে প্রধানমন্ত্রীকে। তবে, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি প্রচার করবেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার একনজরে দেখে দিন এই তালিকা। তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি, অর্জুন মুন্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি। কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, বিজেপি নেতা মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, শ্রী ফগ্গন সিংহ কুলস্তে, মনসুখভাই মনদাভিয়া, জুয়েল ওঁরাও,

শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন, অমিত মালব্য, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, নরোত্তম মিশ্র, বাবুলাল মারান্ডি, রঘুবর দাস, শাহনাওয়াজ হুসেন, মনোজ তিওয়ারি, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, জ্যোতির্ময় সিংহ মাহাতো, সুভাষ সরকার, কুনার হেমব্রম, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরন চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী প্রমুখরা।

অভিনয় জগতের মধ্যে সর্বাগ্রে আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গুরুত্বপূর্ণ আসনগুলিতে প্রচারের কাজে তিনিই ঝাঁপাতে চলেছেন। এর সঙ্গে সঙ্গে অভিনয় জগতের যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরন চট্টোপাধ্যায়ও প্রচারে নামবেন। প্রধানমন্ত্রী তাঁর ব্রিগেড থেকে আসল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তবে তৃণমূলের দাবি, বিজেপি যতই চেষ্টা করুক, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে। মুখ্যমন্ত্রীকে আবার আপন করে নেবেন রাজ্যের মানুষ। আবার, মহামারীর কারণে এবার নির্বাচনে রাজনৈতিক দলগুলিকে ৩০ জন তারকা প্রচারক রাখার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু বিজেপির তালিকায় ৪০ জন তারকা প্রচারকের নাম থাকা বিস্ময়কর।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!