এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গে ভোটরঙ্গ, আজও ভোটের প্রচারে রাজ্যে ঝড় তুলবেন একাধিক হেভিওয়েট

বঙ্গে ভোটরঙ্গ, আজও ভোটের প্রচারে রাজ্যে ঝড় তুলবেন একাধিক হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল, তৃতীয় দফার নির্বাচনের পূর্বে আজও নির্বাচনের প্রচারে রাজ্যে ঝড় তুলবেন একাধিক হেভিওয়েট। আজ, রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। রাজ্যের একাধিক স্থানে জনসভা করবেন তিনি। আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও আজ প্রচারে নামবেন। আবার, আজ তৃণমূলের হয়ে প্রচারে নামছেন অভিনেত্রী জয়া বচ্চন। এছাড়া তৃণমূলের হয়ে প্রচারে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ, হুগলি জেলার চুঁচুড়া ও শ্রীরামপুরে জনসভায় যোগ দান করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। সভা শেষে আজ টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু করে গড়িয়া মোড় পর্যন্ত রোডশোয়ে অংশগ্রহণ করবেন তিনি। অন্যদিকে আজ হাওড়ার শিবপুর, বালি, হাওড়া দক্ষিণ, সাঁকরাইলে একাধিক কর্মসূচিতে যোগদান করতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, বিশেষ উল্লেখযোগ্য, আজ তৃণমূলের হয়ে প্রচারে নামতে চলেছেন অভিনেত্রী জয়া বচ্চন। আজ তৃণমূল ভবনে তাঁর এক সাংবাদিক বৈঠকের পর টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে প্রচারে নামবেন তিনি। গতকাল সন্ধে বেলায় কলকাতায় এসেছেন অভিনেত্রী জয়া বচ্চন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আবার রাজ্যে ভোট ঘোষণার পর তৃণমূলকে সমর্থনের কথা জানিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

এবার সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে নামতে চলেছেন। বিজেপির হয়ে যেমন প্রচারে নেমেছেন মিঠুন চক্রবর্তী, তার পাল্টা হিসেবে এবার তৃণমূলের হয়ে প্রচারে নামতে চলেছেন অভিনেত্রী জয়া বচ্চন। অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলীর চুঁচুড়া, চন্ডীতলা কোন্নগরে জনসভা রয়েছে।

আবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও মুখ্যমন্ত্রী জনসভা করতে চলেছেন। অন্যদিকে, আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হুগলির পান্ডুয়া, চন্দননগর, হাওড়ার বালি, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা, বেহালায় জনসভায় যোগদান করতে চলেছেন। সবকিছু নিয়ে আজও উর্ধমুখী রাজ্যের রাজনীতির পারদ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!