এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার ‘বিপন্ন গণতন্ত্র’ বাঁচাতে দিল্লিই এখন শেষ ভরসা রাজ্য বিজেপির

বাংলার ‘বিপন্ন গণতন্ত্র’ বাঁচাতে দিল্লিই এখন শেষ ভরসা রাজ্য বিজেপির


পশ্চিমবঙ্গ রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির নেপথ্যে শাসক দল,এমন অভিযোগ এ যাবত বহুবার বহুভাবে শোনা গেছে গেরুয়া শিবিরের প্রতিনিধিদের মন্তব্যে। তবে এবারে রাজ্যের শাসক্দলের হাতে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকদের দুর্দশাগ্রস্ত অবস্থার বাস্তব চিত্র দিল্লিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উপস্থাপন করবেন দলের নেতারা। এদিন সিউড়িতে দলীয় কার্যালয় থেকে সংবাদমাধ্যমকে এই কথা বললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপির এই নেতার অভিযোগ রাজ্যের শাসক দল এবং প্রশাসন সম্মিলিত ভাবে বিরোধীদের উপরে নির্যাতন চালাচ্ছে। তিনি বললেন, ”বীরভূমে ও রাজ্যের অন্য জায়গায় যাঁরা শাসকদলের হাতে আক্রান্ত হয়েছেন, এমন বেশ কয়েক জন যাতে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে তাঁদের কথা তুলে ধরতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে।” তিনি আরও জানালেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাঁদের ব্যস্ততম দৈনিক কর্মসূচী থেকে সামাণ্যতম সময় বরাদ্দ করলেই ২৪ শে কিংবা ২৫ শে এপ্রিল আক্রান্তদের নিয়ে দিল্লি যাওয়া হবে । বিজেপি সূত্রের খবর, বীরভূমে মনোনয়ন পর্বে কমপক্ষে ৫০জন নেতা-কর্মী আক্রান্ত হয়েছেন। জানা গেছে তাঁদের মধ্যে থেকে আপাতত ৬ জনকে দিল্লি নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে । সায়ন্তন বাবু এদিন মনোনয়ন পত্র পেশের সময়সীমা বৃদ্ধি’র প্রসঙ্গে বললেন,” হাইকোর্টের নির্দেশে মনোনয়ন জমার দিন ধার্য হওয়ার পরেও যদি ফের বাধা দেওয়ার ঘটনা ঘটে, তা হলে প্রশাসনের বিরুদ্ধেই আদালত অবমাননার নোটিস দেওয়া হবে। অনুব্রত মণ্ডলেরা বিষয় নন, প্রশাসনকেই সিদ্ধান্ত নিতে হবে তারা বিরোধীদের মনোনয়ন করতে দেবেন কী দেবেন না।” এছাড়াও শাসকদলের বিভিন্ন নেতাকে সায়ন্তন বাবু দোষারোপ করলেন মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসানোর মত কাজে মদত দেওয়ার অভিযোগে। তাঁর অভিযোগ, বীরভূম-সহ রাজ্যের বিভিন্ন জেলায় থানার ওসি আইসি-রা তৃণমূলের হয়ে বিরোধী প্রার্থীদের হুমকি দিচ্ছেন। এমন দুটি অডিও টেপ তাঁদের হাতে এসেছে বলেও দাবি করলেন।যে সব থানার ওসিরা প্রত্যক্ষ ভাবে এ কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারিও দেন। এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক আধিকারিকের বললেন, ”পুলিশ দায়িত্ব পালন করছে ঠিক ভাবেই।” এবং তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বললেন, ”বিরোধীদের অস্তিত্বই নেই। সেই দুর্বলতা ঢাকতেই এ সব বলা হচ্ছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!